মেলবোর্ন ফিল্ম ফেস্টিভালে চাঁদের হাট
শাহরুখ খান, করণ জোহার, তাব্বু সহ এক ঝাঁক বলিউড স্টারে উপস্থিতিতে জমে উঠল –
ইন্ডিয়াল ফিল্ম ফেস্টিভাল অফ মেলবোর্ন। আগামী ১৫ অগাস্ট পর্যন্ত চলবে এই ুতসব।
এখানে ৬০ টি হিন্দি ছবির পাশাপাশি বেশ কয়েকটি আঞ্চলিক ভাষার ছবি দেখানো হবে।
মেলবোর্নের এই উতসব ১০ বছরে পা দিল। এই ুতসবের সূচনায় এসে শাহরুখ খান কিছুটা পুরনো
দিনে ডুব দিলেন। তিনি বলেন, আমি যখন ২০০৫-২০০৬ সালে উঠতি স্টার ছিলাম তখন
মেলবোর্নে এসেছিলাম। আর আবার এখানে এলামে। প্রসঙ্গত, ২০০৭ সালে চাক দে ইন্ডিয়ায়
সময় তিনি মেলবোর্নে এসেছিলেন। এছাড়া করণ জোহারের সঙ্গে শাহরুখ খানের খুঁনসুটি
অনুষ্ঠানকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল।
অন্যদিকে, ২৫ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান ছিলেন প্রসেনজিত চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন কাজের ব্যস্ততার জন্য তিনি কমিটির কয়েকটি মিটিংয়ে থাকতে পারবেন না। তারপরই নতুন চেয়ারম্যানের গন্ধ হাওয়ায় ভাসছিল। সেই জল্পনাই সত্যি হল। তবে শোনা যাচ্ছে, কলকাতা চলচ্চিত্র উৎসব নিয়ে একটি অ্যাডভাইসারি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে প্রাক্তন চেয়ারম্যান অর্থাত গৌতম ঘোষ, রঞ্জিত মল্লিক, সাবিত্রী চট্টোপাধ্যায় এবং প্রসেনজি চট্টোপাধ্যায়দের সদস্য করা হয়েছে। উৎসব সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ডের বিষয়ে তাঁরা পরামর্শ দেবেন। উল্লেখ্য, পুজোর পরই শুরু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। পরিবর্তনের সরকার ক্ষমতায় আসার পর এই অনুষ্ঠানের জৌলুস ক্রমশই বেড়েছে। এবারে আবার নতুন চেয়ারম্যান করা হল রাজা চক্রবর্ত্তিকে। এখন দেখার এবারের অনুষ্ঠান কীরকম হয়!