KIFF-এর উপদেষ্টা কমিটি থেকে সরে দাঁড়ালেন অপর্ণা সেন

GHOSH ARPAN

২৫ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আগে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। দুর্গা পুজোর পরই এই উতসবের সূচনা হবে। যেহেতু এবারে ২৫ তম বর্ষ তাই একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছিল। কৌশিক গঙ্গোপাধ্যায়, গৌতম ঘোষের মতো ব্যক্তিত্ব এই কমিটির সদস্য। কিন্তু অপর্ণা সেনকেও এই কমিটির সদস্য করা হয়েছিল। এবার সেখান থেকেই নিজের নাম সরিয়ে নিলেন তিনি। সময়ের অভাব যেমন বলেছেন তেমনি তাঁকে না জানিয়ে উপদেষ্টা কমিটিতে তাঁকে সদস্য করে দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। তাঁর ক্ষোভ, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান পদে তাঁর থেকে অভিজ্ঞ কেউ থাকলে, তবেই তিনি উপদেষ্টা কমিটিতে থাকবেন। উল্লেখ্য, কয়েকদিন আগেই চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান পদে রাজ চক্রবর্তীকে বসানোর জন্য অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। এবার সেই কারণেই কি উপদেষ্টা কমিটি থেকে বেরিয়ে এলেন তিনি? এ প্রশ্নও কিন্তু উঠতে শুরু করেছে।      

 

প্রসঙ্গত, ২৫ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান ছিলেন প্রসেনজিত চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন কাজের ব্যস্ততার জন্য তিনি কমিটির কয়েকটি মিটিংয়ে থাকতে পারবেন না। তারপরই নতুন চেয়ারম্যানের গন্ধ হাওয়ায় ভাসছিল। সেই জল্পনাই সত্যি হল। তবে শোনা যাচ্ছে, কলকাতা চলচ্চিত্র উৎসব নিয়ে একটি অ্যাডভাইসারি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে প্রাক্তন চেয়ারম্যান অর্থাত গৌতম ঘোষ, রঞ্জিত মল্লিক, সাবিত্রী চট্টোপাধ্যায় এবং প্রসেনজি চট্টোপাধ্যায়দের সদস্য করা হয়েছে। উৎসব সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ডের বিষয়ে তাঁরা পরামর্শ দেবেন। উল্লেখ্য, পুজোর পরই শুরু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। পরিবর্তনের সরকার ক্ষমতায় আসার পর এই অনুষ্ঠানের জৌলুস ক্রমশই বেড়েছে। এবারে আবার নতুন চেয়ারম্যান করা হল রাজা চক্রবর্ত্তিকে। এখন দেখার এবারের অনুষ্ঠান কীরকম হয়!


Find Out More:

Related Articles: