শাহরুখ-সলমন নয়, ফোর্বস তালিকায় সেরা দশে ‘খিলাড়ি’ অক্ষয়

GHOSH ARPAN

মিশন মঙ্গল প্রথম পাঁচ দিনেই প্রশংসা কুড়িয়েছে যথেষ্ট। সেই সঙ্গে বক্স অফিসেও সাফল্য সাড়া ফেলার মতো। পেরিয়েছে ১০০ কোটির অঙ্ক। এবার আরও একটা সুখবর এলো অক্ষয় কুমারের জন্য। জনপ্রিয় আমেরিকান ম্যাগাজিন ‘ফোর্বস’ প্রকাশিত বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের তালিকা অনুযায়ী অক্ষয়ের স্থান চার নম্বরে। ২০১৮-র জুন থেকে ২০১৯-এর জুন পর্যন্ত ওই অভিনেতার অর্জিত পারিশ্রমিক ৬৫ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় ৪৬৫ কোটি ৮৯ লক্ষ ৭২ হাজার ৫০০ টাকা। ‘ফোর্বস’ প্রকাশিত দশ জনের ওই তালিকায় ভারতীয় অভিনেতাদের মধ্যে একমাত্র জায়গা করে নিয়েছেন অক্ষয়।

অন্যদিকে, গত মঙ্গলবার দিল্লি হাই কোর্ট প্রাক্তন অর্থমন্ত্রীর আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। সেই সঙ্গে দিল্লি হাই কোর্টের রায়ে চিদাম্বরমকে এই আর্থিক দুর্ণীতিতে প্রাথমিক অনুমানে ‘কিং পিন’ বলেও উল্লেখ করা হয়। এরপরই ইডি এবং সিবিআই চিদাম্বরমকে গ্রেফতার করতে উঠে পড়ে লাগে। কিন্তু তাঁর বাড়িতে গিয়ে প্রাক্তন অর্থমন্ত্রীর দেখা পাওয়া যায়নি বলে দাবি করে সিবিআই। যদিও সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে জানান, প্রাক্তন অর্থমন্ত্রীর আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। তিনি বলেন, চিদাম্বরম সন্ধ্যেয় সাড়ে ছ’টা পর্যন্ত তাঁর চেম্বারে ছিলেন। পরে সুপ্রিম কোর্টেও আগাম জামিনের আবেদন জানান পি চিদাম্বরম। কিন্তু সুপ্রিম কোর্ট শুক্রবার শুনানির কথা জানায়। ফলে গতকাল অর্থাত বুধবারই প্রাক্তন অর্থমন্ত্রীর গ্রেফতারি শুধু সময়ের অপেক্ষা ছিল। তারপরই শুরু ঘটনার অন্য মোড়। কংগ্রেসের সদর দফতরে প্রায় ২৭ ঘণ্টা অজ্ঞাতবাসে থাকার পর হাজির হন পি চিদাম্বরম। সেখানে নিজেকে নির্দোষ এবং তাঁর সঙ্গে মিথ্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। কিন্তু সিবিআই তাঁর পিছু নেয়। প্রাক্তন অর্থমন্ত্রী বাড়ি পৌঁছলে সেখানে গিয়ে দেখা যায় বাড়ির মূল ফটক বন্ধ। সিবিআই অফিসাররা বাড়ির প্রাচীর টপকে ভিতরে ঢোকেন। গ্রেফতার হন পি চিদাম্বরম।



Find Out More:

Related Articles: