ফের সঙ্কট টলি পাড়ায়
আবারও বকেয়া না
মেটানো নিয়ে সঙ্কট সিরিয়ালের কলাকুশলীদের। জানা গিয়েছে, সুব্রত রায়ের প্রযোজনায় মোট পাঁচটি
সিরিয়াল চললেও এখনও বকেয়া টাকা পাননি শিল্পীরা। প্রায় ১১ কোটি টাকা বাকি বলে জানা
গিয়েছে। ইতিমধ্যেই আর্টিস ফোরামে অভিযোগ জানানো হয়েছে। আর্টিস ফোরাম শ্যুটিং বন্ধ
রাখার পরামর্শ দিয়েছে। যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কোনও অবস্থাতেই শ্যুটিং বন্ধ
রাখা যাবে না। কিন্তু ফোরামের বক্তব্য, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার তাঁদের কাছে একটাই পথ। ফোরামের
মিটিংয়ে আগামী ২৬ তারিখের মধ্যে টিডিএসের টাকা সুব্রত রায়কে মিটিয়ে দেওয়ার কথা বলা
হয়েছে। কিন্তু শ্যুটিং বন্ধ হলে তো টেলিকাস্ট নিয়ে সমস্যা তৈরি হতে পারে। সুব্রত
রায়ের ইউনিট সূত্রে খবর, বেশ কয়েকটি এপিসোড
ব্যাঙ্ক করা রয়েছে। উল্লেখ্য,‘করুণাময়ী রানি রাসমণি’, ‘দেবী চৌধুরানী’, ‘সৌদামিনীর সংসার’, ‘তারাপীঠ’, ‘মা মনসা’র প্রযোজক সুব্রত।
অন্যদিকে,নরেন্দ্র মোদীর বায়োপিকের পর এবার ভারতের উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে পর্দায় তুলে ধরবেন বিবেক ওবেরয়। এবার তিনি প্রযোজকের ভূমিকায় অবতীর্ণ হবেন বিবেক ওবেরয়। সিনেমার মাধ্যমে তুলে ধরা হবে বালাকোটে এয়ার স্ট্রাইকের নানা ঘটনা। জানা যাচ্ছে নানা অজানা কাহিনিও তুলে ধরা হবে এই ছবিতে। সব ঘটনাই বিস্তারিত ভাবে তুলে ধরা হবে এই ছবিতে। তবে অবশ্যই এই ছবির উল্লেখযোগ্য অংশ হতে চলেছে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের বীরত্বের কাহিনী। শুধুমাত্র হিন্দি নয়, তামিল ও তেলেগু ভাষাতেও হবে এই ছবি। চলতি বছরের শেষের দিকে জম্মু-কাশ্মীর, দিল্লি ও আগ্রাতে শ্যুটিং শুরু হবে। এই ছবি নিয়ে বিবেক ওবেরয় জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ আমাদের ভরসা করার জন্য। আশা করছি তাঁদের ভরসা রাখতে পারব। এই ছবির মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের কাহিনি তুলে ধরা হবে। সেই সঙ্গে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের বীরত্বের কাহিনিও তুলে ধরা হবে।