বই ধরা নিয়ো সমালোচনার মুখে জাহ্নবী কাপুর

frame বই ধরা নিয়ো সমালোচনার মুখে জাহ্নবী কাপুর

GHOSH ARPAN

বলি থেকে টলি যত ভালোই অভিনয় করুক অভিনেতা-অভিনেত্রীরা পান থেকে চুন খোশলেই নেটিজেনরা শুরু করেন প্রবল সমালোচনা। কখনও তাঁর প্রথম ছবি ধড়ক-এ কয়েকটি সংলাপের জন্য নেটিজেনরা তাঁর মজাক উড়িয়ে ছিল। আবার কখনও জিমে তাঁর পোশাক নিয়ে সমালোচিত হয়েছিলেন। এবার বই উল্টো করে ধরার জন্য সমালোচিত হলেন শ্রীদেবী কণ্যা জাহ্নবী কাপুর। জানা গিয়েছে, হরিন্দর সিক্কার জনপ্রিয় বই 'কলিং সেহমত'-এর হিন্দি সংষ্করণের প্রকাশ অনুষ্ঠানে সেখানে গিয়ে বইটাই উল্টো করে ধরে বসলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। শ্রীদেবী কন্যার এই কাণ্ডকারখানায় হাসি ঠাট্টায় মজলেন নেটিজেনরা।

 

অন্যদিকে, আবারও বকেয়া না মেটানো নিয়ে সঙ্কট সিরিয়ালের কলাকুশলীদের। জানা গিয়েছে, সুব্রত রায়ের প্রযোজনায় মোট পাঁচটি সিরিয়াল চললেও এখনও বকেয়া টাকা পাননি শিল্পীরা। প্রায় ১১ কোটি টাকা বাকি বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই আর্টিস ফোরামে অভিযোগ জানানো হয়েছে। আর্টিস ফোরাম শ্যুটিং বন্ধ রাখার পরামর্শ দিয়েছে। যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কোনও অবস্থাতেই শ্যুটিং বন্ধ রাখা যাবে না। কিন্তু ফোরামের বক্তব্য, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার তাঁদের কাছে একটাই পথ। ফোরামের মিটিংয়ে আগামী ২৬ তারিখের মধ্যে টিডিএসের টাকা সুব্রত রায়কে মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু শ্যুটিং বন্ধ হলে তো টেলিকাস্ট নিয়ে সমস্যা তৈরি হতে পারে। সুব্রত রায়ের ইউনিট সূত্রে খবর, বেশ কয়েকটি এপিসোড ব্যাঙ্ক করা রয়েছে। উল্লেখ্য,‘করুণাময়ী রানি রাসমণি’, ‘দেবী চৌধুরানী’, ‘সৌদামিনীর সংসার’, ‘তারাপীঠ’, ‘মা মনসা’র প্রযোজক সুব্রত।

 



Find Out More:

Related Articles:

Unable to Load More