কাশ্মীরের শেষ হিন্দু রানির গল্প আসছে বলিউডে
৩৭০ ধারা রদের পর
থেকে কাশ্মীর এখন বিশ্ব জুড়ে আলোচনার কেন্দ্রে। কিন্তু ৩৭০ ছাড়াও কাশ্মীর
বিশ্বের কাছে পরিচিত তার প্রাকৃতির সৌন্দর্যের জন্য। কাশ্মীরের প্রাকৃতিক
সৌন্দর্যের অনাবিল আনন্দের ধারা কে না উপভোগ করতে চায়! কিন্তু কাশ্মীরের শেষ
হিন্দু সম্রাজ্ঞী কে ছিলেন জানেন? এই প্রশ্ন এখন
নতুন ঠেকছে অনেকেরই। আর সেই অজানা ইতিহাস নিয়েই বলিউডে আসতে চলছে নতুন সিনেমা। ‘রিলায়্যান্স এন্টারটেনমেন্ট’ এবং মধু মান্তেনা, অনুরাগ কাশ্যপের প্রযোজক সংস্থা ‘ফ্যান্টম ফিল্মস’-এর যুগ্ম
প্রযোজনায় প্রযোজিত হবে ওই ছবি। মঙ্গলবার টুইটার হ্যান্ডল থেকে সে কথাই জানিয়েছে ‘ফ্যান্টম ফিল্মস’।
কাশ্মীরের শেষ হিন্দু সম্রাজ্ঞী ছিলেন কোটারানি। তাঁকে ‘ক্লিওপাট্রা’ বলা হয়ে তাকে। জানা যায়, চতুর্দশ শতকে কাশ্মীরের দায়িত্ব পান কোটরানি। কাশ্মীরের ১৪তম রানি ছিলেন তিনি। অসম্ভব বিচক্ষণ ওই মহীয়সী কাশ্মীরে অনেক রক্তপাত নিজের তুখোড় উপস্থিত বুদ্ধিতে রুখে দিয়েছিলেন বলে জানা যায়। শুধুমাত্র একজন যোদ্ধাই নন, তিনি ছিলেন সুদক্ষ প্রশাসক। সেই সঙ্গে তিনি ছিলেন অসম্ভব সুন্দরী। এই কারণে তাঁকে মিশরের রানি ক্লিওপাট্রার সঙ্গে তুলনা করে ‘ভূস্বর্গের ক্লিওপাট্রা’বলা হয়। ঐতিহাসিক জোনারাজা-র মতে আত্মহত্যা করেছিলেন কোটারানি।
উল্লেখ্য, কাশ্মীরের ‘কারেন্সি’র জন্য দিদারানির এবং কাশ্মীরের শেষ রাজা হরি সিংয়ের কাহিনি অনেকের জানা থাকলেও কোটারানির কাহিনি অনেকেরই অজানা। সেই কারণে কাশ্মীরের শেষ হিন্দু সম্রাজ্ঞীকে নিয়ে সিনেমা যে সিনেমাপ্রেমী দর্শকদের কৌতুহল জাগাবে এ বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে এই সিনেমায় মুখ্য চরিত্র বা অন্য কোনও চরত্রে কে বা কারা অভিনয় করছেন সে বিষয়ে এখনও কোনও তথ্য জানা যায়নি।