মনে পড়ে “লাল দোপাট্টার” সেই রিতুকে?

frame মনে পড়ে “লাল দোপাট্টার” সেই রিতুকে?

Biswas Riya

‘আঁখে’ নামটা শুনলেই মনে পড়ে যায় ‘লাল দোপাট্টা’ গানের সেই দৃশ্য। সাদা সালোয়ার, লাল ওড়না, কানের পাশে সাদা ফুল। নায়িকা রেগে রেগে এগিয়ে গেলেও গোবিন্দ তাঁর পিছু ছাড়ছেন না। এ দৃশ্য কি ভোলা যায়? না কি ভোলা যায় নায়িকা রিতু শিবপুরীকে? দীর্ঘ দিন বড় পর্দায় অনুপস্থিত থাকলেও ছোট পর্দায় তাঁর ক্যারিশমা কম নয়। পরপর ধারাবাহিকে মন জয় করে নিচ্ছেন দর্শকের। ‘বিষ’-এ তাঁকে দেখা যাবে রুদ্রমার চরিত্রে। অতিপ্রাকৃত বিষয়ের ভিত্তিতে তৈরি এই ধারবাহিকে এথনিক সাজেই দেখা যাবে রিতুকে।

তাঁর মতে “লাল দোপাট্টা আমার পিছু ছাড়বেনা। যেখানেই যাই, এখনও লোকে ওই গানের কথা বলবেই। আমার সেটে তো অনেকে আমাকে ‘লাল দোপাট্টা’ বলেই ডাকে। আশ্চর্যের বিষয় হল আমারও প্রিয় রং লাল-সাদা,’’ 

ওম শিবপুরি ও সুধা শিবপুরির মেয়ে রিতু। বাবা মা এর স্মৃতিচারণা করতে করতে তিনি বলেন ‘‘আমার মা-বাবা খুব ভাল মনের মানুষ ছিলেন। আমি মেয়ে বলে বলছি না। এটা ইন্ডাস্ট্রির সকলেই জানেন। আমাদের সব সময়ে শিখিয়েছেন যেন কারও ক্ষতি না করে ফেলি। একটু হলেও যেন অন্যের ভাল করতে পারি। আর আমার জীবনবোধও অনেকটা একই। আমিও খুব সাদামাঠা। অবসরে পরিবার নিয়েই থাকি।’’

রিতুর দুই ছেলেমেয়েই তাঁর কাজে উৎসাহ দেয়। তাঁর মতে ‘‘সকলে বলে, দুই ছেলেমেয়ে সামলে আমি কাজ করি কী করে? কিন্তু আমার আশীর্বাদ আমার সন্তানরা। ওরা কখনও জ্বালায়নি আমাকে। ওরাও আমার মতোই খুব সিম্পল। এখনকার ছেলেমেয়েদের মতো পাকা নয়। বরং একটু বোকা।’’ 

 

 

 


Find Out More:

Related Articles:

Unable to Load More