![সিদ্ধার্থের ছবিতে অভিনয় করেন না বিদ্যা, কারণ জানেন ?](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=350/imagestore/images/movies/movies_latestnews/bollywood actress vidya balan chooses not to work with hubby siddharth roy kapur because she cant negotiate money with him-415x250.jpg)
সিদ্ধার্থের ছবিতে অভিনয় করেন না বিদ্যা, কারণ জানেন ?
‘এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট আর এন্টারটেনমেন্ট’
বিদ্যা বালান মানেই ভার্সাটালিটি। কখনও একই রকমের একঘেঁয়ে চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি তাঁকে। কখনও সিল্ক তো কখনও ইসরোর সায়েন্সটিস্ট। আবার কখনও রেডিও জকির ভূমিকায় সমান স্বাচ্ছন্দ্য পর্দার সাল্লু। এহেন ভার্সাটাইট অভিনেত্রীর পারশ্রমিক আকাশ ছোঁয়া হবে এতো স্বাভাবিক। কিন্তু এই পারিশ্রমিক নিয়েই যত গণ্ডগোল। কী বুঝতে পারছেন না তো ? ঠিক আছে একটু খোলসা করেই বলি।
২০০৫, পরিণীতা ছবিতে অভিনয় দিয়েই বলিউড যাত্রা শুরু করেছিলেন বিদ্যা বালান। যদিও আগে তিনি পলাশ সেনের ‘কভি আনা তো মেরি গলি’ ভিডিও অ্যালবাম ব্যাপক জনপ্রিয়তা পায়। সেখানে বিদ্যার অভিনয় ভীষণ প্রশংসিত হয়। এরপর বলিউড ছবিতে এন্ট্রি কার্যত সময়ের অপেক্ষা ছিল। কেটে গিয়েছে ১৪ বছর। অভিনয় করেছেন সিদ্ধার্থ রয় কাপুরের প্রযোজিত ছবিতেও। রনি স্ক্রিউওযলা পরিচালনায ‘ঘনচক্কর’ ছবির পরই সিদ্ধার্থ-বিদ্যার প্রেমের খবর ছড়িয়ে পড়ে। ২০১২ সালে সিদ্ধার্থের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন বিদ্যা। তারপর থেকে আর সিদ্ধার্থ রয় কাপুরের প্রযোজনায় কোনও ছবিতে সাইন করেননি ‘সিল্ক’। সম্প্রতি এক সাক্ষাতকারে একথা বলেছেন বলিউড দিভা। কারণ হিসাবে তিনি বলেছেন, পারিশ্রমিক নিয়ে আমি কমপ্রোমাইজ করতে পারব না। মানে নেগোসিয়েট করতে পারবেন না তিনি। যদি সিদ্ধার্থ অফার করে আমি তো আরও দশগুন চাইব।
সম্প্রতি মঙ্গল-এ বিদ্যা বালানের অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে।