চার নারীর 'অন্দরকাহিনী'তে প্রিয়াঙ্কা

GHOSH ARPAN

ইতিমধ্যেই ছবিটি ৪৯টি ফিল্ম ফেস্টিভ্যালে ৩৬টিরও বেশি পুরস্কার জেতা হয়ে গেছে। যদিও ছবিটি এখনও প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। অবশেষে ৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে অর্ণব মিদ্যার ছবি 'অন্দরকাহিনী'। আর এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার। কখনও বন্ধু, কখনও বোন, স্ত্রী, আবার কখনও প্রেমিকা এইভাবে ৪ জন মহিলা ও তাঁদের জীবনের ৪টি আলাদা আলাদা সম্পর্ক ও গল্প নিয়েই এগিয়েছে পরিচালক অর্ণব মিদ্যার এই ছবির গল্প। আর এই প্রত্যেকটা নারী চরিত্র ও সম্পর্কের কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কাই। এতগুলো পর্যায়ে প্রিয়াঙ্কার অভিনয় ইতিমধ্যেই মন কেড়েছে দর্শকের। প্রিয়াঙ্কা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন,   সৌমিত্র চট্টোপাধ্যায়, সায়নি ঘোষ, অনিন্দ্য চট্টোপাধ্যায় সহ অন্যরা। অন্দরকাহিনীর গল্প, চিত্রনাট্য, লিখেছেন পরিচালক অর্ণব মিদ্যা নিজেই। ছবির সঙ্গীত পরিচালনা করেছে রাজা নারায়ণ দেব, সম্পদনা করেছেন সুপ্রিয় দত্ত। ছবির আর্ট ডিরেকশন তপন শেঠের করা।

হায়দরাবাদ ফিল্ম ফেস্টিভ্যাল অন্দরকাহিনীর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। পাশাপাশি, এই চলচ্চিত্র উৎসবে সেরা মিউজিক, সেরা মেকআপ-এর পুরস্কার জেতে অন্দরকাহিনী। দাদাসাহেব ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবি নির্বাচিত হয় অন্দরকাহিনী, সেরা অভিনেত্রীর পুরস্কার পান প্রিয়াঙ্কা। ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আন্দরকাহিনীর জন্য সেরা পরিচালকের পুরস্কার পান অর্ণব মিদ্যা। এখন দেখার আগামী ৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেলে কেমন সাড়া পাওয়া যায় দর্শকদের।

 



Find Out More:

Related Articles: