কলগার্ল বলে ট্রেনে পোস্টার, অতিষ্ঠ অভিনেত্রী

frame কলগার্ল বলে ট্রেনে পোস্টার, অতিষ্ঠ অভিনেত্রী

Biswas Riya

সম্প্রতি বৃষ্টি রায় নাম ও ফোন নাম্বার ব্যাবহার করে হেনস্থার অভিযোগ আনলেন টলিউডের উঠতি অভিনেত্রী বৃষ্টি রায়। কল গার্ল পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় তাঁর ছবি, মোবাইল নম্বর-সহ পোস্টার ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওই অভিনেত্রীর। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তিনি সোনারপুর থানায় এফআইআরদায়ের করেছেন। এই ঘটনার পিছনে কে বা কারা রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

সম্প্রতি শিয়ালদহ দক্ষিণ শাখার প্রায় প্রতিটি ট্রেন এবং বেশ কিছু স্টেশনেএকটি পোস্টার দেখা যাচ্ছে। সেই পোস্টারেবৃষ্টি রায়ের নাম ও ফোন নম্বর উল্লেখ করে লেখা হয়েছে, ‘আপনি কি কষ্টে আছেন? রাতে ঘুম আসে না? বউ দূরে থাকে? আর ভাবনা চিন্তা নয়, চলে আসুন আমাকে ফোন করে। সঙ্গে ইনকাম ১০ থেকে ২০ হাজার।’

কে বা কারা এর সাথে যুক্ত তা জানা না গেলেও বৃষ্টির বক্তব্য  ‘‘ওই পোস্টারে যে ছবিটা ব্যবহার করা হয়েছে, কিছু দিন আগে পর্যন্ত সেটি আমার হোয়্যাটসঅ্যাপ ডিপি ছিল। পরিচিত কেউ ছাড়া বাইরের কারও পক্ষে তার নাগাল পাওয়া তো সম্ভব নয়!’’

এহেন ঘটনায় তিনি ভেঙ্গে পড়েছেন। তাঁর মতে ‘‘গত সাত-আট বছর ধরে টলিউডে কাজ করছি। এই ঘটনা আমার ব্যক্তিগত জীবনে তো বটে, পেশাগত জীবনেও প্রভাব ফেলেছে। কীভাবে সব কিছু গুছিয়ে উঠব বুঝতে পারছি না। এই ঘটনা যেই ঘটিয়ে থাকুক না কেন, আমার কেরিয়ার নষ্ট করাই তার লক্ষ্য। ব্যক্তিগত জীবনের শান্তিও নষ্ট করতে চায় সে।’’

কিছুদিন আগে এমনই এক ষড়যন্ত্রের স্বীকার হয়েছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। তিনি বলেন ‘‘সঠিক শিক্ষা না পেয়েই এমনটা ঘটায় কিছু মানুষ। তাদের মনের পরিবর্তন না হওয়া পর্যন্ত কিছু হওয়ার নয়।’’

তদন্তের ব্যাপারে এক অফিসার জানান  ‘‘ওই মহিলা যাতে মানসিক ভাবে ভেঙে পড়েন, তার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে। এই ঘটনায় এক চিকিৎসকের যোগ থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই একটি নামের তালিকাও তৈরি করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’’

 

 

 


Find Out More:

Related Articles:

Unable to Load More