![নেচে মাত করলেন করিনা আর সোনম](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=350/imagestore/images/movies/movies_latestnews/bollywood actress kareena kapoor khan and sonam kapoor dancing video to tareefan is breaking the internet-415x250.jpg)
নেচে মাত করলেন করিনা আর সোনম
'ডান্স ইন্ডিয়া
ডান্স'-এর মঞ্চে এবার বিচারকের আসনে রয়েছেন
করিনা কাপুর খান। 'ডান্স ইন্ডিয়া
ডান্স'-এর মঞ্চেই 'দ্য জোয়া ফ্যাকটরের' প্রমোশনে আসেন সোনম কাপুর। সেখানেই 'ভিরে দি ওয়েডিংয়ের' ধুনে কোমর দোলাতে দেখা যায় করিনাকে। উল্লেখ্য গত বছর 'ভিরে দি ওয়েডিংয়’ ছবিটি ১০০ কোটির ব্যবসা করেছিল। সেই ছবিতে করিনা কাপুর, স্বরা ভাস্কর ও সোনম সহ
অনেকেই অভিনয় করেছিলেন। প্রায় এক বছর পর সেই গানেই নাচলেন তাঁরা। যার ভিডিও হু হু
করে ভাইরাল হয়ে পড়ে। করিনার পরণে ছিল নীল পোশাক আর সোনম পরেছিলেন গোলাপি রঙের
লেহেঙ্গা।
অন্যদিকে,প্রিয়াঙ্কা চোপড়া সবসময়েই খবরের শিরোনামে। সে প্রকাশ্যে ধূমপান বিতর্ক হোক বা জা-এর সঙ্গে শপিং। আবার নিক জোন্স যখন স্টেজ থেকে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে ভালবাসার কথা বোঝান তখন সব ক্যামেরা প্রিয়াঙ্কার দিকেই তাকিয়ে থাকে। এবার স্বামী নিকের সঙ্গে নিউ ইয়র্কের রাস্তায় হাঁটতে দেখা গেল প্রিয়াঙ্কাকে। মার্কিন মুলুকের ওই রাস্তায় স্ত্রী প্রিয়াঙ্কার হাত আকড়ে ধরে নিয়ে হাঁটতে দেখা যায় নিক জোনাসকে। নিউ ইয়র্কের রাস্তায় ধূসর রঙের প্যান্টের সঙ্গে সাদা প্যান্ট পরে বের হতে দেখা যায় নিককে। অন্যদিকে প্রিয়াঙ্কাকে দেখা যায় সবুজ রঙের ফ্লোরাল জাম্প স্যুটে। নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়ার ওই ছবি প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়।