জাইরা ওয়াসিমকে নিয়ে দানা বাধল বিতর্ক

frame জাইরা ওয়াসিমকে নিয়ে দানা বাধল বিতর্ক

Biswas Riya

পুনরায় বিতর্ক শুরু হল জাইরা ওয়াসিমকে নিয়ে। নেপথ্যে রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার ইন্সটাগ্রাম পোস্ট। শনিবার নিজের পরবর্তী ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারের দিন ঘোষণা করে ওই ছবির বাকি অভিনেতাদের সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন প্রিয়ঙ্কা চোপড়া। ছবিটিতে প্রিয়ঙ্কার সঙ্গে রয়েছেন, অভিনেতা ফারহান আখতার, রোহিত সরাফ এবং জাইরা ওয়াসিম।  ছবিটিতে প্রিয়ঙ্কা লিখেছেন, ‘সেপ্টেম্বরের ১৩ তারিখ টরেন্টো চলচ্চিত্র উৎসবে মুক্তি পাচ্ছে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। ছবির বাকি টিমের সঙ্গে দেখা করার জন্য তর সইছে না আমার।’

এরপরেই শুরু হয় বিতর্ক। নেটিজেনদের একাংশের বক্তব্য, বলিউডি কেরিয়ার ছেড়ে দেওয়া জাইরা ওই ছবিতে কী করছেন? এখানে জানিয়ে রাখা ভাল, মাস কয়েক আগে ইনস্টাগ্রামে বড়সড় পোস্ট দিয়ে বলি টাউনকে চিরতরে বিদায় জানান ‘দঙ্গল’ অভিনেত্রী। কারণ হিসেবে লিখেছিলেন, কোনওদিন জনগণের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চাননি। ইন্ডাস্ট্রি থেকে অনেক সমর্থন ও ভালবাসা পাওয়া সত্ত্বেও গ্ল্যামারের পথে তাঁর ‘ইমান’ নষ্ট হচ্ছিল, বিপন্ন হচ্ছিল ধর্মবিশ্বাস।

অতীতের ঘটনার প্রসঙ্গ টেনে অনেকেই কমেন্ট করেছেন ‘ওয়ার্ল্ড প্রিমিয়ারে যোগ দেওয়ার সময়  তোমার ধর্মবিশ্বাস বিপন্ন হচ্ছে না জাইরা?’ আবার কেউবা লিখেছেন,‘লাইম লাইটে আসতেই কি তখন তোমার ওই সিদ্ধান্তের কথা বলেছিলে? সবটাই মিথ্যে ছিল তবে?’ কারুর বক্তব্য, ‘জাইরা এই ছবিতে এনাদের সঙ্গে কী করছে? আমি তো ভেবেছিলাম ও বোধহয় সন্ন্যাসী হয়ে গিয়েছে।’ তবে সবাই যে নেতিবাচক কমেন্ট করেছেন এমনটা নয়। কেউ লিখেছেন,‘ছবিটা হয়তো সারার ওই সিদ্ধান্তের আগে তোলা হয়েছে’।

 


Find Out More:

Related Articles:

Unable to Load More