সদ্যোজাতকে কোলে নিয়ে ছবি পোস্ট অ্যামি জ্যাকসন, দেখুন সেই ছবি

frame সদ্যোজাতকে কোলে নিয়ে ছবি পোস্ট অ্যামি জ্যাকসন, দেখুন সেই ছবি

GHOSH ARPAN

বলিউডে সুপার স্টারদের সঙ্গে কাজ করে যথেষ্ট সুনাম অর্জন করেছেন অভিনেত্রী অ্যামি জ্যাকসন। অক্ষয় কুমার, রজনীকান্তের মতো স্টারদের সঙ্গে স্ক্রিণ শেয়ার করেছেন তিনি। তবে গর্ভাবস্থার ছবি পোস্ট করে সুখবর নিজেই জানিয়েছিলেন এই অভিনেত্রী। তাঁর ভক্তরাও যথেষ্ট খুশি হয়েছিলেন। এবার একেবারে কোলে সদ্যোজাতকে নিয়ে ছবি পোস্ট করলেন অ্যামি। যে ছবি তিনি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, সদ্যোজাতকে স্তন্যপান করাচ্ছেন অ্যামি। সঙ্গে রয়েছেন তাঁর বন্ধু জর্জ। অ্যামির কপালে হালকা চুম্বন করতে দেখাও যায় তাঁকে। আর এই ছবি প্রকাশ্যে আসার পরই তা ভাইরলা। দেখুন সেই ছবি –

Find Out More:

Related Articles:

Unable to Load More