শরীর চর্চা করতে গিয়ে একি হলো দিশার ? দেখুন ভিডিও

frame শরীর চর্চা করতে গিয়ে একি হলো দিশার ? দেখুন ভিডিও

GHOSH ARPAN

শরীর চর্চা করার সময় ছবি বা ভিডিয়ো পোস্ট নতুন কিছু নয় বলিউজ অভিনেতা বা অভিনেত্রীদের কাছে। তবে দিশা পটানির খবর একেবারে অন্য কারণে। তিনি শরীর চর্চা করার সময় দেখালেন তাঁর অ্যাবস। ভাবছেন এ আবার কী কথা ? না, জানিয়ে রাখি একেবারেই গুজব নয়। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে নিজের শরীর চর্চার ভিডিয়ো পোসেট করেছেন। সেখানে তিনি তাঁর অ্যাবস দেখিয়েছেন। যা দেখে রীতিমতো চমকে উঠেছেন তাঁর ভক্তরা। ভিডিয়ো পোস্ট হওয়ার অল্প কিছুক্ষমের মধ্যেই দেড় লক্ষ ভিউ ছাড়িয়েছে তাঁর ভিডিয়োর। যা এককথায় রেকর্ড বললেও ভুল হবে না। দেখুন সেই ভিডিয়ো –

 


 


Find Out More:

Related Articles:

Unable to Load More