![সুইমিং পুলে কী করলেন প্রিয়াঙ্কা ? দেখুন ভিডিয়ো](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=350/imagestore/images/movies/movies_latestnews/viral video of bollywood hollywood actress priyanka chopra with a baby in pool-415x250.jpg)
সুইমিং পুলে কী করলেন প্রিয়াঙ্কা ? দেখুন ভিডিয়ো
প্রিয়াঙ্কা চোপড়া মানেই খবরের শিরোনামে। সে বিতর্ক হোক কিংবা স্বামীর ভালবাসার মুহূর্ত কিংবা করবা চৌথ। আবার জা –এর সঙ্গে ঘুরতে গেলেও তিনি ক্যামেরাবন্দি। তিনি বলিউড এবং হলিউডের অভিনেত্রী। তাঁর অভিনয় মুগ্ধ করেছে সিনেমা প্রেমীদের। আবার তিনি নিক ঘরণীও। তবে এবার একেবারে অন্য কারণে খবরে তিনি।
সম্প্রতি সুইমিং পুলের একটি ভিডিয়ো প্রকাশ পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কার কোলে বসে একটি বাচ্চা মেয়ে। তাঁকে বলছে, ‘ইউ আর কিউট’। এ কথা শুনে প্রিয়াঙ্কার উত্তর, ‘নো, ইউ আর সো কিউট’। জানা গিয়েছে, বাচ্চা মেয়েটির নাম কৃষ্ণা স্কাই সরকিসিয়ান। সে প্রিয়াঙ্কার দীর্ঘ দিনের স্টাইলিস্ট দিব্যা জ্যোতি ও নিল সরকিসিয়ানের মেয়ে। আর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা ভাইরাল।