রেমো ডিসুজার বিরুদ্ধে ৫ কোটি টাকা প্রতারণার অভিযোগ

frame রেমো ডিসুজার বিরুদ্ধে ৫ কোটি টাকা প্রতারণার অভিযোগ

Biswas Riya

এক ব্যবসায়ীকে এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন রেমো ডিসুজা যে সিনেমা মুক্তি পেলেই টাকা দ্বিগুণ! কিন্তু দ্বিগুণ তো দূর অস্ত, আসল টাকাও ফেরাননি। এই অভিযোগেই রেমোর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল গাজিয়াবাদের আদালত। তবে এ বিষয়ে এখনও রেমোর প্রতিক্রিয়া মেলেনি।

ঘটনার সূত্রপাত ২০১৬ সালের। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের রাজনগর এলাকার ব্যবসায়ী সত্যেন্দ্র ত্যাগী অভিযোগে জানিয়েছেন, ওই সময় ‘অমর মাস্ট ডাই’ সিনেমার জন্য রেমো তাঁর কাছ থেকে ৫ কোটি টাকা নেন। ব্যবসায়ীর দাবি, সিনেমা মুক্তি পেলেই দ্বিগুণ অর্থাৎ ১০ কোটি টাকা ফেরত দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন রেমো। কিন্তু তার পর থেকে সেই ৫ কোটি আর ফেরত দেননি।

পুলিশে এই অভিযোগ দায়ের করার পর শুরু হয় তদন্ত। আদালতে দীর্ঘ দিন শুনানির পর বুধবার গাজিয়াবাদ আদালতের বিচারক মহেন্দ্র রাওয়াত রেমোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। মেরঠের পুলিশ সুপার অতীশ কুমার জানান, আদালতে হাজির থাকার কথা থাকলেও রেমো আসেননি। তাই আইন অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা জারির আর্জি জানানো হয়।

উত্তরপ্রদেশের গাজিয়াবাদের রাজনগর এলাকার ব্যবসায়ী সত্যেন্দ্র ত্যাগী অভিযোগে জানিয়েছেন, ওই সময় ‘অমর মাস্ট ডাই’ সিনেমার জন্য রেমো তাঁর কাছ থেকে ৫ কোটি টাকা নেন। ব্যবসায়ীর দাবি, সিনেমা মুক্তি পেলেই দ্বিগুণ অর্থাৎ ১০ কোটি টাকা ফেরত দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন রেমো। কিন্তু তার পর থেকে সেই ৫ কোটি আর ফেরত দেননি।

 

 

 

 


Find Out More:

Related Articles:

Unable to Load More