![ফের ট্রোল হতে হলো জাহ্নবী কাপুরকে, কেন জানেন ?](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=350/imagestore/images/movies/movies_latestnews/sreedevis daughter bollywood actress janhvi kapoor gets trolled spotted wearing dupatta with price tag-415x250.jpg)
ফের ট্রোল হতে হলো জাহ্নবী কাপুরকে, কেন জানেন ?
তিনি বলিউডে নবাগতাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম। তিনি আবার শ্রীদেবী কন্যাও।\r\nবুঝতেই পারছেন কার কথা বলা হচ্ছে! হ্যাঁ, জাহ্নবী কাপুরের কথা বলা হচ্ছে। তিনি\r\nজিমে গেলেও ক্যামেরা তাঁর দিকে তাক করে থাকে, আবার কোনও অনুষ্ঠানে গেলে তো কথাই\r\nনেই। আবার নিজের গাড়ির চালকের থেকে চাকা নিয়ে বই কেনার ঘটনায় বাহবা কুড়িয়েছেন\r\nতিনি। আবার বই উল্টো করে ধরার কারণে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছেন। এবার সেই\r\nতালিকায় আবারও এক বার নাম উঠল জাহ্নবী কাপুরের।
উজ্জ্বল হলুদ সালোয়ার-কামিজ-ওড়নায় সেজে থাকা জাহ্নবী\r\nসম্প্রতি ক্যামেরাবন্দি হন তাঁর পিলাটিস ক্লাসের সামনে। মানানসই কানের দুল আর\r\nগয়নায় দারুণ দেখাচ্ছিল জাহ্নবীকে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ছবি আর ভিডিয়োয় দেখা\r\nযায়, পিলাটিস ক্লাস\r\nথেকে বেরিয়ে সবার দিকে হাত নাড়তে নাড়তে জাহ্নবী নিজের গাড়িতে উঠে যান। কিন্তু\r\nগাড়িতে ওঠার সময়ই দেখা যায় তাঁর ওড়নার যে কোনও কারণেই হোক প্রাইস ট্যাগ তুলতে\r\nভুলে যান তিনি। তারপরই সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি শুরু হয়