করণ জোহারে প্রথম কাজ করতে চলেছেন দীপিকা পাড়ুকোন!

frame করণ জোহারে প্রথম কাজ করতে চলেছেন দীপিকা পাড়ুকোন!

GHOSH ARPAN

দীপিকা পাড়ুকোন এবং করণ জোহার এ বিষয়ে কেউই মুখ খোলেননি। তবে মুম্বই চলচ্চিত্র উতসবে এই বলিউড দিভা জানিয়েছিলেন তিনি আগামী বছর একটি ডার্ক রোম্যান্সে অভিনয় করবেন। দীপিকার এই বক্তব্য থেকেই মনে করা হচ্ছে তিনি করণ জোহারের ব্যানারে কাজ করতে চলেছেন। কারণ, করণ জোহারের পোস্ট করা যে হাউস পার্টির ভিডিয়ো আলোচনার তুঙ্গে ছিল, সেখানেও শকুনের সঙ্গেই দীপিকাকে দেখা গিয়েছিল। আর করণ জোহার প্রযোজিত পরবর্তী ছবিতে পরিচালকের ভূমিকা পালন করবেন শকুন বাত্রাই। এখন দেখার এই খবর সত্যি হয় কি না!

Find Out More:

Related Articles:

Unable to Load More