বিকিনিতে মন্দিরা বেদি, মলদ্বীপে জলার তলায় কী করছেন দেখুন ভিডিয়ো

frame বিকিনিতে মন্দিরা বেদি, মলদ্বীপে জলার তলায় কী করছেন দেখুন ভিডিয়ো

GHOSH ARPAN

বলিউড অভিনেত্রী তথা স্পোর্টস সঞ্চালক মন্দিরা বেদি মানেই দুটি কথা প্রথমে আসে। একটি তাঁর ফিটনেস এবং আরেকটি অবশ্যই তাঁর গ্লেমার। এই দুই কারণেই সোশ্যাল মিডিয়ায় প্রায়ই চর্চায় আসেন এই জনপ্রিয় সঞ্চালক তথা অভিনেত্রী। সম্প্রতি স্বামী এবং পুত্রকে নিয়ে মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন মন্দিরা। সেখানই বিকিনিতে ক্যামেরায় ধরা দেন তিনি। এবং সেই সমস্ত ছবি এবং ভিডিয়ো নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্টও করেন তিনি। আর পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। দেখুন সেরকমই একটি ভিডিয়ো -  

 


Find Out More:

Related Articles:

Unable to Load More