২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কী কী হতে চলেছে ? জেনে নিন সাত পয়েন্টে

GHOSH ARPAN

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবার রজত জয়ন্তী বর্ষে পড়ল। তাই উৎসব যে এবার অন্য মাত্রায় পৌঁছবে তা বলাই বাহুল্য। যদিও কয়েক দিন আগে চেয়ারম্যান বদল নিয়ে কম জলঘোলা হয়নি। কিন্তু সেসব সরিয়ে ২৫ তম বর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে অভিনবত্বের ছোঁয়ায় বাঁধতে বদ্ধ পরিকর চেয়ারম্যান রাজ চক্রবর্তী। আগামী ৮ নভেম্বর থেকে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। দেখে নেওয়া যাক কী কী হতে চলেছে এবারের উৎসবে –

 

৭) এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবে মোট ২১৪ টি ফিচার ছবি দেখানো হবে। যার মধ্যে থাকবে ১৫২ টি স্বল্পদৈর্ঘ্যের ছবি ও তথ্যচিত্র। ৭৬ টি দেশের ছবি দেখানো হতে চলেছে উৎসবে। যার মধ্যে ভুটান, আফগানিস্তান, সিরিয়া, গুয়াতেমালা, উরুগুয়ে, লেবানিয়ার মতো দেশের ছবি রয়েছে। চলচ্চিত্র উৎসবের সূচনা হবে ‘গুপি গাইন বাঘা বাইন’ ছবি দিয়ে।

 

৬) এবারে উৎসবে ফোকাস কান্ট্রি জার্মানি। চলচ্চিত্র উৎসবের সূচনায় মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত তো থাকবেনই, সেই সঙ্গে অতিথি তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জয়া বচ্চন, রাখি গুলজার, মহেশ ভাট, গৌতম ঘোষ, অ্যান্ডি ম্যাকডোয়েল।

 

৫) ১৭টি সিনেমা হলে দেখানো হবে ছবি। এগুলি হল- নন্দন এক, নন্দন দুই, নন্দন তিন, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, বিজলি, প্রিয়া, মিনার, নবীনা, অজন্তা, পিভিআর অবনি, আইনক্স সিটি সেন্টার ওয়ান, রবীন্দ্র ওকাকুরা ভবন, নজরুল তীর্থ, নিউ এম্পায়ার, নেতাজী ইনডোর স্টেডিয়াম এবং চলচ্চিত্র শতবর্ষ ভবন। প্রথমবার থ্রিডি ছবি দেখানো হবে উৎসবে। প্রিয়া ও বিজলিতে দেখানো হবে দুটো থ্রিডি ছবি সেই সঙ্গে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ছোটদের ছবিতেও।

 

৪) ১৪ নভেম্বর শিশির মঞ্চে সারাদিন স্ক্রিনিং হবে অ্যানিমেশন ফিল্ম। এছাড়াও উৎসব চলাকালীন নন্দন চত্বরের এলিডি স্ক্রিনে চলবে জার্মানি সহ বিভিন্ন দেশের অ্যানিমেশন ছবি।

 

৩) ভারতের বিভিন্ন বিপন্ন ভাষার উপর জোর দিতেই থাকছে টুলু, বোরো, বাঞ্জার ভাষার ছবি থাকছে ফেস্টিভ্যালে।

 

২) দেশ ও বিদেশের বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্বদের শ্রদ্ধার্ঘ দিতে হোমেজ সেকশনে ছবি দেখানো হবে। বেরনার্দো বার্তোলুচি, মৃণাল সেন, গিরিশ কারনাড, মহম্মদ জাহুর খৈয়াম, স্বরূপ দত্ত, চিন্ময় রায়, বিদ্যা সিনহা ও রুমা গুহঠাকুরতার ছবি দেখানো হবে।

 

১) ১৫ নভেম্বর পর্যন্ত চলবে এই ফেস্টিভ্যাল। ১৫ তারিখ নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে সমাপ্তি অনুষ্ঠান।

 

25th  year of Kolkata international film festival kiff Indian cinema


Find Out More:

Related Articles: