![সুনীল শেঠির ছেলের আহানের বান্ধবীর বিকিনি ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=350/imagestore/images/movies/movies_latestnews/bollywood actor sunil shettys son ahan shettys rumoured girlfriend tania shroffs bikini pics goes viral-415x250.jpg)
সুনীল শেঠির ছেলের আহানের বান্ধবীর বিকিনি ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
অন্যান্য বলি তারকাদের মতো সুনীল শেঠির ছেলে আহানও খুব
শীঘ্রই বলিউডে পা রাখবেন বলে জানা যাচ্ছে। তবে আহান তানিয়া শ্রফের সঙ্গে ডেট করছেন
বলে জোর গুঞ্জন ছড়িয়েছে। শোনা যাচ্ছে, বলিউডে পা রাখার আগেই বান্ধবী তানিয়া
শ্রফকে নিয়ে বেড়াতে বেরিয়েছেন আহান। শিল্পপতি জাভেদ শ্রফ এবং রুমেলা শ্রফের মেয়ে
তানিয়া শ্রফ। তানিয়া লন্ডন স্কুল অফ ফ্যাশন থেকে ফ্য়াশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা
করেন। সম্প্রতি আহান এবং তানিয়া ইউরোপে বেড়াতে যান, সেখান থেকেই নিজের সোশ্যাল হ্যান্ডেলে একের পর
এক ছবি শেযার করেন শিল্পপতি কন্যা।
View this post on Instagram☀️ A post shared by Tania Shroff (@tania_shroff) on