‘আম্মা’ জয়ললিতার ভূমিকায় কঙ্গনা, দেখুন ছবির ফার্স্ট লুক

frame ‘আম্মা’ জয়ললিতার ভূমিকায় কঙ্গনা, দেখুন ছবির ফার্স্ট লুক

ARPAN GHOSH

বলিউডে অভিনেতাদের দাপটের মাঝেই নিজের অভিনয় দিয়ে একাই কোনও সিনেমা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা তাঁর রয়েছে। তাঁর প্রমাণ মিলেছে ‘কুইন’-এর মতো সিনেমা থেকে। সম্প্রতি তাঁর অভিনীত ‘মণিকর্ণিকা’-ও যথেষ্ট প্রশংসিত হয়েছে। হ্যাঁ, টিক ধরেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে নিয়েই এই আলোচনা। এবার জয়ললিতার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে। ‘থালাইভি’-র প্রথম লুক ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আর এই লুক প্রকাশিত হওয়ার পরই শুরু হয়েছে জোর জল্পনা। জয়ললিতার রূপে একেবারে অচেনা মনে হয় কঙ্গনাকে। এমনকী নেটিজেনদের আক্রমণের মুখেও পড়তে হয়েছে তাঁকে। এই ধরণের লুকে আম্মা-কে অপমান করা হয়েছে বলেও মন্তব্য করতে শুরু করেছেন অনেকে। তবে এ বিষয়ে কঙ্গনার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ‘থালাইভি’ সিনেমা পরিচালনা করেছেন বিজয়। ২০২০ সালের ২৬ জুন মুক্তি পাবে এই সিনেমা। দেখে নিন ছবির ফার্স্ট লুক -

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
The legend we know, but the story that is yet to be told! Presenting #KanganaRanaut, in & as #Thalaivi. A film by #Vijay, arriving in cinemas on 26th June, 2020. . . . . . @team_kangana_ranaut @vishnuinduri @shaaileshrsingh @brindaprasad @karmamediaent @tseries.official @vibrimedia

A post shared by Kangana Ranaut (@team_kangana_ranaut) on

Find Out More:

Related Articles: