অনন্য নজির গীতিকার গৌতম সুস্মিতের, জানেন সেটা কী ?

frame অনন্য নজির গীতিকার গৌতম সুস্মিতের, জানেন সেটা কী ?

ARPAN GHOSH

তিনি গীতিকার। লিখেছেন কয়েক হাজার গান। তাঁর লেখনীতে অনেক অভিনেতা-অভিনেত্রীর জীবনই বদলে গিয়েছে। তিনি বিশিষ্ট গীতিকার গৌতম সুস্মিত। নিজের অজান্তেই তিনি গড়ে ফেলেছেন এক অনন্য নজির। সহ শিল্পীরাই তাঁকে জানালেন সে কথা। কিন্তু কী সেই নজির ? ভারতীয় সিনেমায় সম্ভবত তিনিই প্রথম, যিনি গীতিকার থেকে অভিনেতা হলেন। হ্যাঁ, বর্তমানে তাঁকে একাধিক ছবিতে বড় পর্দায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। সম্প্রতি সিনেমা হল-এ চলছে রেশমী মিত্র পরিচালিত ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ‘লাইম এন লাইট’। এই ছবিতে গৌতম সুস্মিত এক জন পরিচালকের ভূমিকায় অভিনয় করছেন। হঠাৎ গীতিকার থেকে অভিনেতা ? গৌতম সুস্মিত জানালেন, অনেক ছোট থেকেই তিনি নাটক করতেন। করেছেন একাধিক স্টেজ শো। কিন্তু কাজের চাপে অভিনয়ের সময় হয়ে ওঠেনি। এখন খানিকটা নিজের জেদেই অভিনয় আবার শুরু করেছেন। কিন্তু সহ অভিনেতাদের থেকে তাঁর এই নজিরের বিষয়টি শুনে খানিকটা অবাকই হয়েছিলেন তিনি। আর হ্যাঁ, গীতিকার এবং অভিনেতা আপাতত এই দুটি দিকই সমানভাবে এগিয়ে নিয়ে যাত তিনি।   

 

অন্যদিকে, 'লাইম এন লাইট' ছবিটি এরকম- এই ছবিতে জনপ্রিয় অভিনেত্রী শ্রীময়ী সেনকে, অর্চনা তাঁর জীবনের আইডল হিসাবে মানেন। মজার বিষয় হল, 'লাইম এন লাইট' ছবিতে তাঁদের দ্বৈত চরিত্রের চেহারাতে কয়েকটি মিল রয়েছে। শ্রীময়ী একদিন দুর্ঘটনার মুখোমুখি হন এবং ডাক্তাররা তাকে জানিয়ে দেন যে সুস্থ হতে কমপক্ষে এক বছর সময় লাগবে। শ্রীময়ী চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। এদিকে অর্চনা তাঁর জীবনের সঙ্গে সামঞ্জস্য করতে অসুবিধার মুখোমুখি হন। যখন জনপ্রিয় অভিনেতা অয়নজিৎ তার হয়ে পড়ে, অর্চনা নিজেকে শ্রীময়ী হিসাবে ভাবতে শুরু করে এবং তাদের মধ্যে সম্পর্কের বিকাশ ঘটে। আর হঠাৎ একদিন যখন আসল শ্রীময়ী  ফিরলেন, তারপরেই 'লাইমলাইট' এর গল্পে নতুন মোড় আসে। ছবিটি অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন পরিচলক রেশমী মিত্র। তাঁর পরিচালনা প্রশংসিত হচ্ছে সর্বত্র।

Find Out More:

Related Articles:

Unable to Load More