সুপারহিট ছবির এই সমস্ত হাস্যকর ব্যাপারগুলি কি আপনার নজর এড়িয়ে গেছে?

Biswas Riya

প্রত্যেক সিনেমাতেই কিছু না কিছু ভুল ভ্রান্তি থাকে। যেগুলো নজরে পড়লে ভীষণ হাস্যকর বলেই মনে হবে। আসুন দেখে নেওয়া যাক সেরকমই কিছু জিনিস।

‘কৃশ’ সিনেমায় দেখানো হয়েছিল রোহিত দু’বছরের জন্য বিদেশে। একবারও আসেননি দেশে। অথচ তাঁর স্ত্রী দেশের মাটিতে গর্ভবতী হয়ে পড়লেন! পরিচালকদের একবারও মনে হল না, কী করে সম্ভব!

‘থ্রি ইডিয়টস’-এর গল্পের পটভূমি ১৯৯৯ সাল। ভারতে ইউটিউব তখনও ভবিষ্যতের গর্ভে। অথচ রাঞ্চোরদাসরূপী আমির খান ইউটিউবে দেখে দেখে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে মোনার সন্তান ভূমিষ্ঠ করিয়ে ফেলল!

‘ভাগ মিলখা ভাগ’ গল্প শুরু হয়েছে স্বাধীনতার আগে। অথচ সেখানে সোনম কপূরের নাচের পিছনে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে মোবাইলের টাওয়ার।

একটা গোঁফ না থাকলেই নাকি চেহারা আমূল পাল্টে যায়! বলছে ‘রব নে বনা দি জোড়ি’ ছবির গল্প। গোঁফের থাকা, না থাকা নাকি হার মানায় প্লাস্টিক সার্জারিকেও। স্ত্রী চিনতে পারেন না স্বামীকেও!

‘যব তক হ্যায় জান’-এর গল্পের প্রেক্ষাপট ২০০০ সাল। অথচ সেখানে দেখানো হয়েছে ইন্টেল-এর আল্ট্রা স্লিক বুক! যা নাকি ভারতে এসেছে ২০১৩ সালে!

‘শোলে’ ছবিতে গব্বর সিংহের সঙ্গে লড়াইয়ের সময় মাঝে মাঝেই ঠাকুর-এর হাত বেরিয়ে পড়েছে পঞ্জাবির আড়াল থেকে!

একটা ট্রেন নেদারল্যান্ডস-এর সীমানা পার হতেই পারে না। অথচ ‘কুইন’ ছবিতে সেই ট্রেনে করে দিব্যি প্যারিস চলে গেলেন কঙ্গনা রানাওয়াত।

‘হায়দর’ ছবিতে বলা হচ্ছে, নয়ের দশকের শুরুর দিকের গল্প। অথচ সেখানে নায়কের পিছনে আকাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মোবাইল টাওয়ার।

‘দিলওয়াল দুলহনিয়া লে জায়েঙ্গে’ ছবির সেই অমোঘ ট্রেনের দৃশ্য। ছবির শেষে কাজল ছুটছেন। চলন্ত ট্রেনের দরজা দিয়ে হাত বাড়িয়ে দিয়েছেন শাহরুখ খান। দৌড়ে লম্বা দূরত্ব পেরিয়ে শাহরুখের হাত ধরে কামরায় উঠলেন কাজল। অথচ ফিরেও দেখলেন না তার বাঁ দিকেই ছিল কামরার দ্বিতীয় দরজা!

‘ধুম’ ছবিতে অভিষেক বচ্চন পুলিশ অফিসার। কিন্তু এর তিন পর্বের একটিতেও তাঁকে কোনও চোরকেই পাকড়াও করতে দেখা যায়নি।

স্পেনে টম্যাটো ছোড়ার উৎসব ‘লা টোম্যাটিনো’ হয় অগস্টে। কিন্তু ‘জিন্দগি না মিলেগি দোবারা’ ছবিতে সেটা দেখানো হল জুলাই মাসে।

‘কভি খুশি কভি গম’ ছবিতে ১৯৯১ সালের পটভূমিতে কাজল গাইছেন ‘আতি ক্যায়া খান্ডালা’। অথচ আমির খানের ‘গুলাম’ মুক্তি পেয়েছে ১৯৯৮ সালে। (ছবি: ফেসবুক)

 

Find Out More:

Related Articles: