মালদ্বীপে বর্ষবরন সারা আলি খানের

frame মালদ্বীপে বর্ষবরন সারা আলি খানের

Biswas Riya

মালদ্বীপের সমুদ্র সৈকতেই প্রকৃতির সাথে নতুন বছরকে স্বাগত জানালেন সারা আলি খান। সাথে আছেন তাঁর ভাই ইব্রাহিমও। ইন্সটাগ্রামে ছুটি কাটানোর ছবিও শেয়ার করেছেন সারা।

সাগরে নীল জলে সিক্ত সারার ছবি মাত করেছে সোশ্যাল মিডিয়ায়। অপূর্ব নৈসর্গিক ছবির সিরিজ পোস্ট করেছেন অমৃতা-কন্যা। সব ছবিতেই প্রকৃতির সঙ্গে মিশে গিয়েছে তাঁর সৌন্দর্য।

 

বোনের ইনস্টাগ্রাম প্রোফাইলে মাঝে মাঝেই ছবি শেয়ার করেন ইব্রাহিম। বড়দিনে দুই ভাইবোন মজার ছবি পোস্ট করেছিলেন। মা অমৃতার সঙ্গেও প্রায়ই ছবি পোস্ট করেন দুই ভাই বোন ।

 

তাঁর বিকিনি লুকে কাত ফ্যানেরা। পোস্ট ভরে গিয়েছে কমেন্টে। এর আগে বিকিনি লুকে সারাকে দেখা যায়নি তেমনভাবে। সেই কথাই টেনে এনে কেউ লিখেছেন, ‘অসাধারণ সারা’। আবার কেউ বা লিখেছেন, ‘যে কোনও পোশাকেই তুমি সেরা।’

 

সইফ-অমৃতার একমাত্র মেয়ে সারা ইতিমধ্যেই ইন্ডাস্ট্রির নতুন প্রজন্মের হিট নায়িকা। গত বছর মুক্তি পায় তাঁর প্রথম ছবি ‘কেদারনাথ’। রোহিত শেট্টির পরিচালনায় রণবীর সিংহের বিপরীতে সারার ‘সিম্বা’ও মুক্তি পেয়েছে ২০১৮ তেই।

 

এ বছর মুক্তি পাবে সারার তৃতীয় ছবি ‘কুলি নম্বর ওয়ান’। ডেভিড ধওয়নের পরিচালনায় এই ছবিতে সারার নায়ক বরুণ ধওয়ন। আরও একটি রিমেকে দেখা যাবে সারাকে। ভ্যালেন্টাইনস ডে-তে মুক্তি পাচ্ছে ‘আজ কাল’।

 

২০০৯ সালের ছবি ‘লভ আজ কাল’-এর সিকোয়েল এই ছবিতে সারা জুটি বাঁধছেন কার্তিক আরিয়ানের সঙ্গে। ছবিতে আছেন রণদীপ হুডাও। ‘আজ কাল’-এর পরিচালক ইমতিয়াজ আলি খান।

 

 

Find Out More:

Related Articles:

Unable to Load More