নেহার সঙ্গে বিয়ের গুঞ্জনের মাঝেই মোনালিসার সঙ্গে চুম্বনের ভিডিয়ো ভাইরাল আদিত্যর

A G Bengali

গায়িকা নেহা কক্করের সঙ্গে বিয়ের গুঞ্জনের মাঝেই বাঙালি অভিনেত্রী মোনালিসার সঙ্গে মিউজিক ভিডিয়ো ভাইরাল আদিত্য নারায়ণের। সেই নিয়েই এখন চর্চা শুরু হয়েছে। ভিডিয়োটি অবশ্য বেশ পুরনো। তবে সম্প্রতি নেহা কক্কর ও আদিত্যর বিয়ের গুঞ্জনের মাঝেই নতুন করে ফের একবার চর্চার কেন্দ্রবিন্দুতেতে আদিত্য ও মোনালিসার এই মিউজিক ভিডিয়ো। কেরিয়ারের প্রথমদিনে বেশকিছু ভোজপুরী গানের মিউজিক ভিডিয়োর জন্য গান ও অভিনয় দুটোই করতে দেখা গিয়েছিল আদিত্যকে। এই ভিডিয়োটিও সেই সময়কার।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
Every Wall Is A Door ... 🙏🙏

A post shared by MONALISA (@aslimonalisa) on

Find Out More:

Related Articles: