পুলওয়ামায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মালবিকার ‘দেশ কি মিট্টি’

A G Bengali

১৪ ফেব্রুয়ারি, শুক্রবার এই দিনটিতে অনেকেই হয়ত ভ্যালেন্টাইন'স ডে হিসাবে সেলিব্রেট করতে ব্যস্ত। তবে গত বছর এই ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় মৃ্ত্যু হয় ৪০ জন বীর জওয়ানের। তাই এই ১৪ ফেব্রুয়ারি দিনটিকে অনেকেই আবার Black Day হিসাবেই চিহ্নিত করেন। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন'স ডে-তে পুলওয়ামা হামলায় সেই সমস্ত শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানেলেন অভিনেত্রী-গায়িকা মালবিকা বন্দ্যোপাধ্যায়। তবে এই শ্রদ্ধা ছিল মালবিকার গানের মাধ্যমে। 

এমনিতে মালবিকা গায়িকা হিসাবে বলিউডে এমনিতেই পরিচিতি লাভ করেছে। অবশ্যই ভিন্ন মুডের গান লিখে, গেয়ে এবং অভিনয় করে। এবার শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে ‘দেশ কি মিট্টি’ গান গাইলেন। এবং এই গানের রিলিজও হলো ১৪ ফেব্রুয়ারি, পুলওয়ামা ঘটনার দিন। শুনুন সেই গান -

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
Here is my Tribute to our Soldiers who lost their life in Pulwama attack just one year back from today and this song is dedicated to all soldiers of our country. Jai Hind . (Link in bio)Pls share this song till to reach our soldiers. #deshkimitti #pulwamaattack #pulwamanahinbhulenge #jaihind #lovefornation 🇮🇳 #crpf #soldiers #bharat 🙏🏻#tribute @crpf_soldiers

A post shared by Malobika Banerjee (@malobika_m.j) on

Find Out More:

Related Articles: