সানি লিওনের মেক-আপের ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

A G Bengali

তিনি সানি লিওন। ইতিমধ্যেই বলিউডে পায়ের তলার জমি শক্ত করে ফেলেছেন তিনি। পরিচালকদের অত্যন্ত ডান্স নাম্বারে প্রথম চয়েসে সানির নাম এসেই যায়। এমনকী অভিনয়ের পাশাপাশি মডেলিংও করেন তিনি। নিজের সেই সব কাজকর্মের ছবি-ভিডিয়ো সানি লিওনে নিয়মিত আপলোড করেন নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে। মঙ্গলবার তাঁর আপলোড করা সে রকমই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পেটা ফোটোশুটের জন্য সানির মেকআপ করা হচ্ছিল। সেই মেকআপের ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আপলোড করেছেন তিনি। আপলোডের একদিনের মধ্যে সাড়ে ছ’লক্ষেরও বেশি ইউজার লাইক করেছেন তাতে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
" With so many wonderful vegan shoes, bags and jackets to choose from, there is NO reason to choose to hurt the Environment and take a life by wearing/carrying an animal's Life " Prosthetics makeup by @cloverwootton Shot for @petaindia Shot by @avigowariker Outfit by @hitendrakapopara HMU by @devinanarangbeauty @jeetihairtstylist #SunnyLeone @lakmefashionwk #WearVegan #WearYournOwnSkin #GoVegan #GoVeg #PetaIndia @sachinsbangera @peta

A post shared by Sunny Leone (@sunnyleone) on

Find Out More:

Related Articles: