মুক্তি পেল ‘রক্তরহস্য’ ট্রেলার

frame মুক্তি পেল ‘রক্তরহস্য’ ট্রেলার

Biswas Riya

আপনি কি জানেন ভগবানকে চিঠি পাঠিয়ে আদৌ কোন উত্তর পাওয়া যায় কিনা ? কোনদিন কি চেষ্টা করে দেখেছেন যে আদৌ কোন উত্তর পাওয়া যায় কিনা ? এবার পরিচালক সৌকর্য ঘোষালের ছবি ‘রক্তরহস্য’র মাধ্যমে এর উত্তর আপনি পেতেও পারেন। মুখ্য চরিত্রে আছেন কোয়েল মল্লিক।

 

উত্তেজনায় ভরপুর এই ছবিতে কোয়েলের ভাইয়ের চরিত্রে রয়েছেন ঋতব্রত মুখোপাধ্যায়। এছাড়াও দেখা যাবে শান্তিলাল মুখোপাধ্যায়, লিলি চক্রবর্তী, চন্দন রায় সান্যাল, কাঞ্চনা মল্লিককেও। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন দেবদীপ মুখোপাধ্যায় ও নবারুন বসু।

 

পুরোটাই উত্তেজনায় টানটান।ছবিতে কোয়েলের চরিত্রের নাম স্বর্ণজা। সে পেশায় রেডিও জকি। বিপদে আপদে চেনা-অচেনা মুখের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া মেয়েটির জীবনে হঠাৎ যেন সব এলোমেলো হয়ে যায়। একটা ফোন কল, আর তাতেই পাঁচ বছর আগে হারিয়ে যাওয়া সন্তানের হদিস মেলে তাঁর। তার পর? পরতে পরতে সাসপেন্সে মাখা মিনিট দু’য়েকের ট্রেলারটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন এক লক্ষেরও বেশি মানুষ। লাইক, কমেন্টেরও বন্যা তাতে।

 
যে ফার্স্ট লুক শেয়ার করেছিলেন সেখানে দেখা গিয়েছিল কোলে সদ্যজাত নিয়ে দাঁড়িয়ে রয়েছেন কোয়েল। চোখে মুখে চাপা উত্তেজনা। ট্রেলারে সে উত্তেজনার জট খুলল খানিক।পুরো ঘটনা জানতে হলে অপেক্ষা করতে হবে ১০ তারিখ পর্যন্ত। রাত পোহালেই মুক্তি পেতে চলেছে রহস্য রোমাঞ্চে ঘেরা ছবি 'রক্তরহস্য'। 

Find Out More:

Related Articles:

Unable to Load More