করোনায় আক্রান্ত গায়িকা কণিকা কাপুর

frame করোনায় আক্রান্ত গায়িকা কণিকা কাপুর

Biswas Riya

এবার করোনার থাবা বলিউডেও। করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল গায়িকা কণিকা কাপুরের। যিনি  ‘বেবি ডল’, ‘চিটিয়া কালাইয়া’ সহ বিভিন্ন বলি হিট আইটেম গানের গায়িকা কণিকা কপূর। আপাতত লখনউ-এর কিং জর্জ মেডিক্যাল হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।তিনি নিজেও আক্রান্ত হওয়ার কথা স্বীকার করে ইন্সটাগ্রামে পোস্ট করেন।

 

মুম্বইয়ের এক সংবাদমাধ্যমে থেকে জানা গিয়েছে, গত ১৫ মার্চ লন্ডন থেকে লখনউতে নিজের অ্যাপার্টমেন্টে আসেন গায়িকা। বিমানবন্দর কর্তৃপক্ষের কাছেও তিনি কোনওরকম পরীক্ষা-নিরীক্ষা করাতে অস্বীকার করেন এবং তাঁর লন্ডন ভ্রমণের কথা চেপেও যান। শুধু তাই নয়, ওই দিনই এক পাঁচ তাঁরা হোটেলে ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে এক পার্টিরও আয়োজন করেছিলেন কণিকা। কণিকা বন্ধুরা ছাড়াও ওই পার্টিতে উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব, উচ্চপদস্থ আমলারা।

 

যদিও কণিকার বাবা রাজীব কুমার জানিয়েছেন, এয়ারপোর্টে চেকিংয়ে কনিকা কর্তৃপক্ষকে কোনওরকম মিথ্যা বলেননি। এবং তাঁর যাবতীয় পরীক্ষা  হয়েছিল। সে সবে পাশ করেই তিনি বাড়ি আসেন। তবে লন্ডন থেকে ফিরে তিনি যে একাধিক পার্টিতে গিয়েছিলেন সে কথা স্বীকার করে নিয়েছেন রাজীব।

 

শুক্রবার ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন কণিকা। সেখানে রোগের কথা স্বীকার করে তিনি লিখেছেন, “আমি এবং আমার পরিবার আপাতত কোয়রান্টিন রয়েছি। যখন ১০ দিন আগে এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরি তখন আমার নিয়মমাফিক সমস্ত টেস্ট হয়। চারদিন আগে থেকে করোনার যাবতীয় উপসর্গ হঠাৎ করেই আমার শরীরে দেখা দিতে থাকে। অল্প জ্বর রয়েছে, তবে আমি ভাল আছি।”

 

Find Out More:

Related Articles:

Unable to Load More