পুরনো ছবি পোস্ট করে আবেগে ভাসলেন লতা
ইরফান খানের পর ঋষি কাপুর। একের পর এক নক্ষত্র পতন বলিউডে। বুধবার ইরফান খানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। সেই ধাক্কা সামলাতে না সামলাতে বৃহস্পতিবার ঋষি কাপুরের প্রয়াণের খবর। ঋষি কাপুরের চলে যাওয়ার খবরটা কিছুতেই যেন মেনে নিতে পারছেন না সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। শেয়ার করেছেন ছোট্ট ৩ বছরের ঋষি কাপুরের সঙ্গে তাঁর পুরনো ছবি। লতা মঙ্গেশকরের সঙ্গে কাপুর পরিবারের পরিচিত বহু পুরনো। সেই রাজ কাপুরের সময় থেকেই। ৯০ বছরের গায়িকা চোখের সামনে আদরের ঋষি কাপুরের চলে যাওয়ার খবরটা কিছুতেই যেন মেনে নিতে পারছেন না। বৃহস্পতিবার, লতা মঙ্গেশকর যে ছবিটি শেয়ার করেছেন, সেই ছবিটি তাঁকে গত ২৮ জানুয়ারি ঋষি কাপুর নিজেই পাঠিয়েছিলেন। মনে করিয়ে দিয়েছিলেন পুরনো দিনের কথা। সেই ছবিই আবারও পোস্ট করে লতা মঙ্গেশকর লিখেছেন, ''কিছুদিন আগে ঋষিজি নিজেই এই ছবিটি আমায় পাঠিয়েছিলেন। আজ ওই সব পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। আমি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না।''
অন্যদিকে, মাত্র ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৩ এ পৌঁছল। ২২ থেকে ৩৩ পৌঁছতে মাত্র ২৪ ঘন্টা লাগল। বুধবার পর্যন্ত এই সংখ্যা ছিল ২২। মুখ্যসচিব রাজীব সিনহা আরও জানান, এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫৭২। গত কাল এই সংখ্যা ছিল ৫৫০। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭ জন। মুখ্যসচিব জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রোগমুক্ত হয়েছেন ১৫ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত রোগমুক্তের সংখ্যা ১৩৯। রাজীব সিংহ এ দিন বলেন, ‘‘গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যা প্রতি ১০ লাখ মানুষের মধ্যে ১৮৩ জনের। গত কাল সেই পরিমাণ ছিল ১৬১। অর্থাৎ প্রতি দিনই কোবিড নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হচ্ছে।’’
প্রসঙ্গত, বিশ্ব ফুটবলের আকাশে নক্ষত্র পতন। প্রয়াত কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামী। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর ছেলে সুদীপ্ত গোস্বামী এই খবর জানিয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন চুনী গোস্বামী। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়া জগৎ সহ সর্বস্তরে।