![ভারচুয়াল রবীন্দ্রজয়ন্তীতে রবীন্দ্র নৃত্য মিথিলার](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=350/imagestore/images/movies/movies_latestnews/actress-jaya-ahsan-sings-khola-hawa-rafiath-rashid-mithila-dance-on-rabindra-sangeet-watch-this-video45618a63-775a-4c7f-a61d-547d7b601d44-415x250.jpg)
ভারচুয়াল রবীন্দ্রজয়ন্তীতে রবীন্দ্র নৃত্য মিথিলার
২৫ শে বৈশাখ বাংলা সাহিত্যের অনন্য প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বাঙালির মনন ও জীবনজুড়ে আছে যাঁর অপার সৃষ্টি সম্ভার, তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর লেখনীতে বাংলা সাহিত্যের সব কটি ধারা পরিপুষ্ট হয়েছে। রবীন্দ্রনাথ একাধারে কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক, নাট্যকার, সংগীত রচয়িতা, সুরস্রষ্টা, গায়ক ও চিত্রশিল্পী। বিশ্বভারতী তাঁর বিপুল কর্মকাণ্ডের একটি প্রধান কীর্তি। আর রবি ঠাকুরের জন্মদিনে কবিগুরুকে শ্রদ্ধা জানাতে রবীন্দ্রনৃত্য করলেন মিথিলা। সৃজিতপত্নী তথা বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী, গায়িকা তথা সমাজকর্মী মিথিলা ২৫ বৈশাখের সকালে হয়ে উঠেছেন নৃত্যশিল্পী। 'মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো' গানের সঙ্গে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছেন মিথিলাকে। নাচের ভিডিয়ো পোস্ট করে মিথিলা লিখেছেন, ''প্রায় ১৫ বছর পরে নাচলাম! আমার ভারত মাতা সুমিতা দেবীর শ্রীময়ী ক্লাব এর রবীন্দ্রজয়ন্তীর ভারচুয়াল অনুষ্ঠানের জন্যে। ১৫ বছর লম্বা সময়...আশাকরি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে সবাই।''
অন্যদিকে, অভিনেত্রী জয়া এহাসান ফেসবুকে কবিগুরুর গানের মধ্য দিয়েই স্মরণ করে নিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর ছবি ‘ডুবসাঁতার’ থেকে নিজ কণ্ঠে গাওয়া ‘তোমার খোলা হাওয়া’ গানটি শেয়ার করে নিলেন তাঁর অনুরাগীদের সঙ্গে।
View this post on Instagramপ্রায় ১৫ বছর পরে নাচলাম! 🙈 আমার ভারত মাতা সুমিতা দেবীর শ্রীময়ী ক্লাব এর রবীন্দ্র জয়ন্তীর ভারচুয়াল অনুষ্ঠানের জন্যে। ১৫ বছর লম্বা সময়...আশাকরি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে সবাই। A post shared by Rafiath Rashid Mithila (@rafiath_rashid_mithila) on