সিঙ্গাপুর সরকারের বিশেষ উদ্যোগে সামিল ঋতুপর্ণা সেনগুপ্ত

A G Bengali

করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। আবার কেউ ছবি আঁকতেও ব্যস্ত। এবার সিঙ্গাপুরে থেকেই সিঙ্গাপুর সরকারের বিশেষ উদ্যোগে পরিযায়ী শ্রমিকদের পাশে বিশেষ উদ্যোগে সামিল হলেন অভিনেত্রী ঋতুরপর্ণা সেনগুপ্ত। সিঙ্গাপুরের সরকারের সঙ্গে মিলিতভাবে দর্পণ এই উদ্যোগের নাম 'আমার তোমার, সবার কথা' (Our Stories Your Stories)। যেখানে অনলাইনে নিজের গল্প, গান, কবিতা সহ নানান কিছু শোনাবেন তারকারা। আর সিঙ্গাপুর সরকার ও দর্পনের এই উদ্যোগে সামিল হয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গায়িকা লোপামুদ্রা মিত্র, বাংলাদেশের খ্যতনামা পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেতা ফিরদৌস আহমেদ সহ আরও অনেকেই। এটির পরিচালনা করছেন সার্থক দাশগুপ্ত।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
Major missing Look Set & Shooting!! . . #ThrowbackThursday #LookSet #Shooting #GettingReady #OnSet #InstaMoments #BackInThoseDays #Missing #weshallpassthistoo

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks) on

Find Out More:

Related Articles: