আমি যদি পুরুষ হতাম, হেলেনকে নিয়ে পালিয়ে যেতাম : আশা ভোঁসলে

A G Bengali

করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। আবার কেউ ছবি আঁকতেও ব্যস্ত। তবে এই লকডাউনের মধ্যেই বুধবার নিজের একটি ইউটিউব চ্যানেল খুলেছেন আশা ভোঁসলে। ১৯৪৩ থেকে শুরু করে তিনি তাঁর কেরিয়ারে স্টুডিওতে লাইভ রেকর্ডিং থেকে ইন্টারনেটের মাধ্যে অডিও রেকর্ডিং পাঠানো সবই দেখেছেন। আর সেকথাই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন ৮৬ বছরের গায়িকা। নিজের জীবনের আরও অনেক কথাই সকলেক সঙ্গে ভাগ করে নিয়েছেন গায়িকা। হেলেন-এর প্রসঙ্গে কথা বলতে গিয়ে আশা ভোঁসলে বলেন, ''হেলেন, ও এত সুন্দর কী বলবো। ও যখন ঘরে ঢুকতো আমি গান বন্ধ করে ওর দিকে দেখতাম। আমি তো আমার রেকর্ডিংয়ের সময় ওকে না আসতেই অনুরোধ করবো। আমি হেলেনকে বলেছিলাম, আমি যদি পুরুষ হতাম, আমি ওকে নিয়ে পালিয়ে যেতাম। আর এটা সত্যি।''

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
It's my honour to present #sangeetsetu anthem #onenationonevoice by 211 #ISRA singers dedicated to Sh @NarendraModi and the Nation. We salute the spirit of self-reliant India. Jayatu Jayatu Bharatam @PMOIndia @prahladspatel @MinOfCultureGoI @SangeetSetuIn https://bit.ly/S-Setu

A post shared by Asha Bhosle (@asha.bhosle) on

Find Out More:

Related Articles: