বনি কাপুরের বাড়ির অন্দরমহলে করোনার থাবা!
এবার করোনার থাবা বলিউড প্রযোজক বনি কাপুরের বাড়ির অন্দরমহলে। তবে বনি কাপুর এবং তাঁর দুই মেয়ে জাহ্নবী কাপুর এবং খুশি কাপুর সুস্থ রয়েছেন। রিপোর্টে প্রকাশ, কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন চরণ সাউ। সঙ্গে সঙ্গে তাঁর করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষার পরই জানা যায়, বনি কাপুরের বাড়ির ওই কর্মী করোনা আক্রান্ত। সঙ্গে সঙ্গে বিএমসি-কে বর দেওয়া হলে, চরণকে পাঠানো হয় আইসোলেশনে। এ বিষয়ে বনি কাপুর জানান, তিনি এবং তাঁর দুই মেয়ে সম্পূর্ণ সুস্থ। এমনকী, তাঁর বাড়ির অন্য কর্মীরাও সুস্থ। তা সত্ত্বেও নিজেদেরকে তাঁরা কোয়ারেন্টিন করে রেখেছেন।
View this post on InstagramStaying at home is still the best solution we have. Stay safe everyone 🙏🏻 A post shared by Janhvi Kapoor (@janhvikapoor) on