স্বল্প পোশাকে নুসরত! পর্দায় দেখে কী বলেছিলেন তাঁর বাবা?
করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। আবার কেউ ছবি আঁকতেও ব্যস্ত। তবে এবার বলিউড অভিনেত্রী নুসরতের এক কাহিনি সামনে এলো। ‘সোনু কে টিটু কে সুইটি’ ছবিতে নুসরত বারুচার অভিনীত সেই আলোড়ন তুলে দেওয়া গান ‘ছোটে ছোটে পেগ মার’-এর কথা মনে আছে? মুক্তি পেতেই সেই গান রাতারাতি ‘টক অব দ্য টাউন’ হয়ে গিয়েছিল। নুসরতের সেই লাল ‘ব্রালেট’ ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু জীবনে কোনওদিন ক্যামেরার সামনে স্বল্প পোশাক না পরা নুসরতের ওই ‘হট লুক’ দেখে কী বলেছিলেন তাঁর বাবা-মা? কী-ই বা ছিল তাঁদের প্রতিক্রিয়া? ‘পিঙ্কভিলা’কে দেওয়া এক সাক্ষাৎকারে নুসরত বলেন, “আমি প্রথমে বাবা-মাকে বলিইনি গানটির কথা। যখন গানটা মুক্তি পায়, তখনও ওঁদের দেখাইনি। চিন্তায় ছিলাম কী হবে ওঁদের প্রতিক্রিয়া!”
View this post on InstagramEverybody has their coping mechanisms & mine is- Music ❤️ & if there is Music, I will Dance! Anytime, Anywhere.. Gets me going 😇 A post shared by nushrat (@nushratbharucha) on