
আলিয়ার অভিনব প্রয়াস
করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। আবার কেউ ছবি আঁকতেও ব্যস্ত। তবে স্বাস্থ্যকর্মীদের মুখে হাসি ফোটাতে অভিনব উদ্যোগ বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের। সম্প্রতি মুম্বইয়ের একাধিক হাসপাতালের কর্মীদের জন্য চকোলটে-সহ বেশ কিছু মুখরোচক খাবার পাঠিয়েছেন আলিয়া। শ্রীপদ গঙ্গাপুরকর নামে কেইএম হাসপাতালের এক চিকিৎসক নিজের সোশ্যাল মিডিয়ায় সেই খাবারের বাক্সের একটি ছবি শেয়ার করে বলিউড অভিনেত্রীকে ধন্যবাদও জানিয়েছেন। চকোলেটের পাশাপাশি সেই বাক্সতে রয়েছে মিষ্টি বান, অ্যাপেল ড্রিংকস-সহ বিভিন্ন ধরনের স্ন্যাকস। এর পাশাপাশি দেখা গেল, এক ‘থ্যাংক ইউ নোট’ও। সেই চিরকূটে আলিয়া লিখেছেন, “আমাদের সুরক্ষিত রাখতে আপনারা প্রাণপাত করে যে পরিষেবা দিয়ে চলেছেন, সেই জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারাই প্রকৃতপক্ষে বাস্তবের হিরো।”
View this post on Instagrammy safe place.. love you mama ❤️ A post shared by Alia Bhatt ☀️ (@aliaabhatt) on