বয়ফ্রেন্ড হিসেবে আমি খুব পজেসিভ: রণবীর

frame বয়ফ্রেন্ড হিসেবে আমি খুব পজেসিভ: রণবীর

A G Bengali

করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। আবার কেউ ছবি আঁকতেও ব্যস্ত। কিন্তু তারই মাঝে বয়ফ্রেন্ড হিসেবে তিনি নাকি বেজায় পজেসিভ, নিজের মুখেই এ কথা স্বীকার করেছেন রণবীর। এক সাক্ষাৎকারে তাঁকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে রণবীরের সোজাসাপ্টা উত্তর, “হ্যাঁ, আমি খুবই পজেসিভ। পাশাপাশি এটাও ঠিক, আমার এই পজেসিভনেস খুব একটা দেখাই না আমি। আমি খুব সাহসী, কিচ্ছু যায় আসে না আমার, এমনই এক মুখোশ পরে ঘোরার চেষ্টা করি। কিন্তু কষ্ট আমারও হয়। হিংসে? সেটাও হয়।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 
A post shared by Ranbir Kapoor (@ranbirkapoor) on

Find Out More:

Related Articles:

Unable to Load More