
ছবি আঁকছেন সানি লিওনি
করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। আবার কেউ ছবি আঁকতেও ব্যস্ত। আর সেই তালিকায় বলিউড অভিনেত্রী সানি লিওনি। সম্প্রতি, বড় একটি ক্যানভাসে তিন সন্তান নিশা, আশের ও নোয়া সিং ওয়েবারকে নিয়ে ছবি আঁকতে দেখা গেল সানি ও ড্যানিয়েলকে। অতবড় ক্যানভাসে সকলে মিলে কীভাবে ছবি আঁকা চলেছে, সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সানি।
View this post on Instagram#WildCherry by @starstruckbysl 💄 💋 now available at flat 40% OFF only on www.suncitystore.com and till stocks last! #SunnyLeone #fashion #cosmetics #MadeInIndia #luxury #luxurylifestyle #luxurymakeup #Glam A post shared by Sunny Leone (@sunnyleone) on