করোনা-যোদ্ধাদের গান উপহার দিলেন মাধুরী

A G Bengali

করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। কিন্তু অনেকেই ফিটনেসের নো এক্সকিউজ। তবে এই লকডাউনেই একটি খবর সামনে এসেছে। সম্প্রতি করোনা-যোদ্ধাদেরই কুর্নিশ জানিয়ে এবার গান গাইলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত।

 

বলিউডের বিখ্যাত ও জনপ্রিয় অভিনেত্রী মাধুরী। অভিনয় দক্ষতার পাশাপাশি নাচেও সমান জনপ্রিয়। মাধুরীর নাচের জাদুতে মুগ্ধ ভক্তরা তাঁকে 'ধক ধক' গার্ল বলেই ডাকেন। সেই মাধুরীই এবার একেবারে অন্য ভূমিকায়। লকডাউনের সময় নানা ধরনের কাজে নিজেকে ব্যস্ত রাখার পাশাপাশি জীবনের প্রথম সিঙ্গল গান প্রকাশ করলেন নায়িকা। হলেন গায়িকা। গানের নাম 'ক্যান্ডেল' অর্থাৎ, মোমবাতি। যেন এই আলোর শিখাই করোনা-যোদ্ধাদের উপহার দিলেন তিনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
Happy, excited & a little nervous! Here's my first ever song, out for all of you to enjoy. #Candle out now exclusively on Facebook and Instagram. Hope you love it as much as we enjoyed creating it!

A post shared by Madhuri Dixit (@madhuridixitnene) on

Find Out More:

Related Articles: