বাংলার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন 'মিস ইংল্যান্ড'

A G Bengali

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা, বাসন্তী, গোসাবা, কুলতলি, ভাঙড়-সহ বিভিন্ন এলাকা এবং উত্তর ২৪ পরগনার রাজারহাট, মিনাখাঁ, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, হাসনাবাদ, বসিরহাট আকাশপথে ঘুরে দেখেছেন মোদী। বসিরহাট কলেজে হওয়া প্রশাসনিক বৈঠকও খুব সংক্ষিপ্ত ছিল না। একপাশে মুখ্যমন্ত্রী এবং আর এক পাশে রাজ্যপালকে নিয়ে মিনিট চল্লিশেক রাজ্য ও জেলা প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে মুখোমুখি আলেচনা সারেন প্রধানমন্ত্রী। তার পরে জানান যে, এই ক্ষয়ক্ষতি মোকাবিলার জন্য পশ্চিমবঙ্গকে আপাতত ১ হাজার কোটি টাকার ‘অগ্রিম সহায়তা’ দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে ২০১৯-এ ব্রিটিশ সুন্দরীদের হারিয়ে 'মিস ইংল্যান্ড'-এর খেতাব যিনি জিতে নিয়েছিলেন, তিনি হলেন বঙ্গ তনয়া ভাষা মুখোপাধ্যায়। বর্তমানে করোনার থাবায় ক্ষতবিক্ষত ইংল্যান্ডে চিকিৎসার কাজে ব্রতী হয়েছেন ভাষা। করোনা আক্রান্ত মানুষজনকে সুস্থ করে তুলতে দিনরাত এক করে পরিশ্রম করে চলেছেন তিনি। এখানেই শেষ নয়। আমফান বিধ্বস্ত বাংলার খবর পৌঁছে গিয়েছে এই বঙ্গ তনয়ার কাছে। ফেসবুকে আমফান বিধ্বস্ত বাংলার একটি ভিডিয়ো শেয়ার করেছেন ভাষা। লিখেছেন, কলকাতা মানেই তাঁর পরিবার। আমফান বিধ্বস্ত বাংলার বিভিন্ন প্রান্তের মানুষের জন্য কাজ করছেন 'The Hope Foundation'। যে সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ভাষা। আর সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবেই ভাষা গড়ে তুলেছেন একটি ফান্ড। সেখানে তিনি নিজেও যেমন অনুদান দিয়েছেন, অন্যদেরও অনুদান দেওয়ার জন্য আহ্বান করেছেন।

বাংলার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন 'মিস ইংল্যান্ড'বাংলার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন 'মিস ইংল্যান্ড'

Find Out More:

Related Articles: