চিনা অ্যাপ 'টিকটক' ছাড়লেন অভিনেত্রী শুভাঙ্গি

A G Bengali

করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। আবার কেউ ছবি আঁকতেও ব্যস্ত। তবে সবকিছু ছাড়িয়ে এবার টিকটক ছাড়লেন সকলের প্রিয় 'ভাবিজি ঘর পর হ্যায়' অভিনেত্রী শুভাঙ্গি। 'টিকটক'-এর দুনিয়ায়া শুভাঙ্গি বেশ জনপ্রিয়। তবে জনপ্রিয়তা ভুলে দেশের স্বার্থেই এই পদক্ষেপ নিয়েছেন অভিনেত্রী। 

'টিকটক'-এ তাঁর ভক্তরা তাঁর অভাব বোধ করবেন। এপ্রসঙ্গে শুভাঙ্গি বলেন, ''হ্যাঁ, এটা ঠিক যে টিকটকে আমার অনেক ভক্ত রয়েছেন। তাঁদের হয়ত আমি এই অ্যাপ ছাড়তে বাধ্য করতে পারি না। তবে যে দেশটি আমাদের দেশ ও দেশের সেনাদের জন্য সমস্যা তৈরি করছে, তাঁদের অ্যাপ বর্জন করাই কাম্য।''

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
Deleted Tiktok #boycottingchina Deleting all software developed by china ,,,,i will try to uninstall mostly all the china made software's,,,,I will try not to use any hardware also made by china Atleast I am doing my bit #boycottchinaproducts Are you with #india #isupportindia #vocalforlocalindia

A post shared by 🌼Shubhangi.A🌼 (@shubhangiaofficial) on

Find Out More:

Related Articles: