নতুন রূপে বড় পর্দায় ফিরলেন সুস্মিতা

A G Bengali

একেবারে নতুন রূপে বড় পর্দায় ফিরলেন বলিউড অভিনেত্রী তথা প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। তাই লকডাউনে সুস্মিতা ভক্তদের জন্য সুখবর। ডিজনি হটস্টারে মুক্তি পেতে চলা ওয়েব সিরিজ 'আর্যা'র হাত ধরেই ফের একবার অভিনয় দুনিয়ায় কামব্যক করতে চলেছেন সুস্মিতা সেন। ২০১৫র নির্বাকের পর আর পর্দায় দেখা যায় তাঁকে। তবে এতদিন পর পর্দায় ফিরলেও সুস্মিতাকে দেখে সেটা বোঝা বেশ মুশকিল। তাঁর জৌলুস যে একটু কমেনি, সেটা আর্যার ট্রেলারে বেশ বোঝা গেল। এখানে সুস্মিতার স্বামীর ভূমিকায় দেখা গিয়েছে চন্দ্রচূড় সিং-কে। তিন সন্তান ও স্বামীকে নিয়ে সুখের সংসার আর্যার। হঠাৎ আর্যার স্বামীর বেআইনি ওষুধের ব্যবসার কথা প্রকাশ্যে আসতেই সবকিছু যেন ওলটপালট হয়ে যায়। আর্যা যখন বিবাহবিচ্ছেদের কথা ভাবছে, ঠিক তখনই খুন হতে হয় তাঁর স্বামীকে। একধাক্কায় উথাল পাথাল আর্যার জীবন। পরিবার তিন সন্তানকে বাঁচাতে ধীরে ধীরে 'ডন' হয়ে ওঠে আর্যা। এমনই একটি গল্প নিয়ে প্রাকাশ্য়ে এসেছে আর্যার ট্রেলার।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
How long can she stay away from crime, when it runs in her blood? Hotstar Specials presents #Aarya trailer out now!!! 😍🤗💃🏻THANK YOU SO MUCH FOR ALL THE LOVE!! 🙏😀 Saare episodes, ‪June 19‬ se #hotstarspecialsaarya 💃🏻 I LOVE YOU GUYS!!! #duggadugga ❤️ #ChandrachurSingh @madhvaniram @amitamadhvani @disneyplushotstarvip @endemolshineind @sandeipm @vinraw @rheaazz @namitdas @sikandarkher @chaudhari_manish @ankurbhatia @alexx_onell @isugandha @priyasha811 @sohaila.kapur #JayantKripalani @florasaini

A post shared by Sushmita Sen (@sushmitasen47) on

Find Out More:

Related Articles: