বাবরি কাণ্ড নিয়ে ছবি, পরিচালক কঙ্গনা রানাউত
অভিনেত্রী হিসাবে কীভাবে একা কাঁধে ছবিকে এগিয়ে নিয়ে যেতে হয়, সেই ভূমিকায় নিজের জাত অনেক আগেই চিনিয়েছেন বলিউডের সুন্দরী অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কুইন -এর মতো ছবি দৃষ্টান্ত। তবে পরিচীলক হিসাবে আগেই তাঁর হাতেখড়ি হয়েছিল মণিকর্ণিকা-তে। এবার তুলে নিলেন বাবরি কাণ্ড নিয়ে ছবি পরিচালনার গুরুদায়িত্ব। ছবির নাম ‘অপরাজিত অযোধ্যা’। শুধু পরিচালকের দায়িত্বই নয়, কঙ্গনা এই ছবির প্রযোজকও। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা জানান, প্রথমে ছবিটি পরিচালনা করার কোনও ইচ্ছেই তাঁর ছিল না। ইচ্ছে ছিল, শুধু প্রযোজনাতেই সীমাবদ্ধ থাকবেন তিনি। কিন্তু চিত্রনাট্যকার কেভি বিজয়প্রসাদ যখন স্ক্রিপটি তাঁর কাছে নিয়ে আসেন কঙ্গনার মনে হয়েছিল, তিনিই এই ছবির পরিচালনা করলে বিষয়টি আরও ভাল ভাবে ব্যক্ত করতে পারবেন। প্রথম বার একা পরিচালকের আসনে, বাবরি কাণ্ডের মতো একটি বিতর্কিত বিষয় নিয়ে ছবি করতে গিয়ে নার্ভাস কতটা? এ প্রশ্নের উত্তরে কঙ্গনার জবাব, “পরিচালকের ভূমিকায় প্রথম বার একা। তাই তা নিয়ে ভয় হলেও আমি মনে করি না বাবরি কাণ্ড আদপে একটি বিতর্কিত বিষয়। বরং এ এক ভালবাসা বিশ্বাস এবং এক হয়ে ওঠার গল্প।”
View this post on Instagram#TBT to this incredible moment from #Cannes2019 with #GreyGoose 🥰🥰🥰 . . . Project: @fetch_india @pankhurifetch Hair: @alipirzadeh Makeup: @anilc68 styling: @stylebyami @shnoy09 @mala_agnani . . . . #KanganaRanaut #livevictoriously #greygooselife A post shared by Kangana Ranaut (@team_kangana_ranaut) on