সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর মৃত্যু অভিনেতার বউদির
বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে সুশান্তের মৃত্যুর পরই এল আরও একটি হৃদয়বিদারক খবর। সুশান্তের আত্মহত্যার পরদিনই মৃত্য়ু হয় তাঁর বউদি সুধা দেবীর। যে খবর প্রকাশ্যে আসার পরই ফের আরও একদফা শোকের ছায়া নেমে এসেছে। রিপোর্টে প্রকাশ, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর এসে পৌঁছতেই খাওয়াদাওয়া কার্যত ছেড়ে দেন প্রয়াত অভিনেতার বউদি। এরপরই ১৫ জুন মৃত্যু হয় অসুস্থ সুধা দেবীর। তবে বেশ কয়েকদিন দরেই সুধা দেবী অসুস্থ ছিলেন বলে খবর। জানা যাচ্ছে, সুশান্ত সিং রাজপুতের তুতো দাদা অম্বরেন্দ্র রাজপুতের স্ত্রী সুধা দেবী বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন, অভিনেতার আত্মহত্যার খবর প্রকাশ্যে আসাতেই তাঁর মৃত্যু হয়।
১৯৮৬ সালের ২১ জানুয়ারি পটনায় জন্মগ্রহণ করেন সুশান্ত সিংহ রাজপুত। পরবর্তীকালে দিল্লিতে চলে আসে তাঁর পরিবার। দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও ভর্তি হন। কিন্তু সেইসময় থেকেই থিয়েটারের দিকে ঝোঁকেন তিনি। নাচও শেখেন। তার জন্য পড়াশোনা শেষ করতে পারেননি। শেষবার 'ছিঁচোরে' ছবিতে দেখা গিয়েছিল সুশান্তকে। এছাড়াও 'কেদরনাথ', 'এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি', 'ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী', 'পিকে', 'কাই পো চে' সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন সুশান্ত। টেলিভিশনে 'পবিত্র রিস্তা' ধারাবাহিক দিয়ে কেরিয়ারে প্রথম সাফল্যের মুখ দেখেন সুশান্ত।