বলিউডের ৫টি প্রযোজনা সংস্থাকে নোটিস পাঠাচ্ছে পুলিশ!
বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। এরই মধ্যে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের ৫টি প্রযোজনা সংস্থাকে নোটিস পাঠাতে চলেছে মুম্বই পুলিস। শুধু তাই নয়, বলিউডের ওই ৫টি বড় প্রযোজনা সংস্থার সঙ্গে ওই ৫জন প্রযোজকের বয়ানও রেকর্ড করা হবে বলে খবর। তবে কোন কোন প্রযোজনা সংস্থাকে পুলিস নোটিস পাঠাতে চলেছে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। সুশান্তের মোবাইল ফোন আনলক করার পর জানা গিয়েছে, তাঁর এক কাছের বন্ধুর সঙ্গে একাধিক কথাবার্তা হয় প্রয়াত অভিনেতার। সুশান্তের সেই বন্ধুকে ডেকে তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হবে। বয়ান রেকর্ড করা হবে সুশান্তের সেই কাছের বন্ধুরও। পাশাপাশি সুশান্তের মোবাইল ফোন এবং ল্যাপটপের ফরেন্সিক তদন্ত হবে। ওই মোবাইল এবং ল্যাপটপ থেকে কোনও নথি সরিয়ে ফেলা হয়েছে কি না, তা জানতেই সুশান্তের মোবাইল এবং ল্যাপটপকে ফরেন্সিক তদন্তের জন্য পাঠানো হবে বলে খবর।