অবশেষে এল প্রতিক্ষীত মুহূর্ত, সুশান্তের মৃত্যুতে CBI তদন্ত নিয়ে লিখলেন অঙ্কিতা

A G Bengali
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্তে বিহার সরকারের সিবিআই তদন্তের সুপারিশ মেনে নিল কেন্দ্র। সুপ্রিম কোর্টে রিয়া চক্রবর্তীর দায়ের করা মামলার শুনানির সময় আজ বুধবার এ কথা জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা। এর ফলে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতেই যাচ্ছে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। অন্য দিকে এই মামলায় তিন পক্ষ অর্থাৎ মুম্বই পুলিশ, বিহার পুলিশ এবং সুশান্তের পরিবারকে তিন দিনের মধ্যে তাঁদের মতামত জানাতে বলেছে শীর্ষ আদালত। মুম্বই পুলিশকে বিচারপতি হৃষিকেশ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে নির্দেশ দিয়েছে, তিন দিনের মধ্যে আদালতে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানাতে হবে। এদিকে কেন্দ্র এই মামলার CBI তদন্তের আবেদন মেনে নেওয়ার পরই সোশ্যাল মিডিয়া পোস্ট দেন অঙ্কিতা লোখান্ডে। সুশান্তের প্রাক্তন বান্ধবী লেখেন, ''সকলে যার জন্য অপেক্ষা করছিল, অবশেষে এল সেই ক্ষণ''। এই মামলার তদন্ত যে CBI করছে সেকথা জানিয়ে টুইট করেন সুশান্তের দিদি শ্বেতা সিং কৃতি। 

Find Out More:

Related Articles: