বিস্ফোরক দাবি সুশান্তের বন্ধু গণেশ হিবরকরের

A G Bengali
বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে। অন্যদিকে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয় গত ১৪ জুন। তাঁর ঠিক ১ দিন আগে ১৩ জুন, সুশান্তের বাড়িতে ৫-৬জন ব্যক্তি এসেছিলেন। এমনই  দাবি করেছেন অভিনেতার বন্ধু গণেশ হিবরকর। এখানেই শেষ নয়, গণেশের দাবি, দিশা সালিয়ানের মৃত্যুর বিষয় সুশান্ত সবই জানতেন এবং তিনি সাংবাদিক সম্মেলন ডেকে সবকিছু প্রকাশ্যে আনতে চেয়েছিলেন।  সম্প্রতি, এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সুশান্তের বন্ধু গণেশ হিবরকর বলেন, ''২০১৯-এর সেপ্টেম্বরে আমি সুশান্তের সঙ্গে কথা বলি। তখন ছিছোড়ে মুক্তি পেয়েছিল। তখন ও দিব্যি ছিল, অবসাদের লেশমাত্র ছিল না। সুশান্তের টিমের অনেকের সঙ্গেই আমি কথা বলেছি, তাঁরাও আমায় বলেছেন সুশান্ত অবসাদগ্রস্ত ছিলেন না।'' 

Find Out More:

Related Articles: