সৌভিক, মিরান্ডার গ্রেফতারের পর কি লিখলেন শ্বেতা ?

A G Bengali
বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে। অন্যদিকে, সুশান্ত মামলায়, মাদককাণ্ডে গ্রেফতার করা হয়েছে রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তীকে। সৌভিক জেরায় মাদকচক্রে রিয়ার যোগ থাকার কথা স্বীকারও করে নিয়েছেন। আর এখবর প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট করেছেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি ও অঙ্কিতা লোখান্ডে। শ্বেতা টুইটারে লিখেছেন, ''প্রার্থনার শক্তি নিয়ে কখনও সন্দেহ প্রকাশ করবেন না''। ক্যাপশানে লিখেছেন, ''প্রার্থনা চালিয়ে যান... এটা কাজ করে।'' পাশাপাশি পাটনার রাস্তায় সুশান্তের জন্য বিচার চেয়ে লাগানো বিলবোর্ডের ছবি পোস্ট করে ধন্যবাদও জানিয়েছেন শ্বেতা। 

Find Out More:

Related Articles: