বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের অস্বাভাবিক মৃত্যু

frame বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের অস্বাভাবিক মৃত্যু

A G Bengali
বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের রহস্যজনক মৃ্ত্যু। বাড়ির বাথরুম থেকে উদ্ধার দেহ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ, ব্রড স্ট্রিটের বাড়ির শৌচাগার থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে খাওয়ার সময় তাঁর সঙ্গে অন্যান্যদের শেষবারের মতো দেখা হয়েছিল। তাঁকে ফোনে পাওয়া যাচ্ছিল না বলেও পরিবারের সদস্যদের দাবি। জানা গিয়েছে, তাঁর তেমন কোনও অসুস্থতা ছিল না। তবে শৌচাগারে পড়ে গিয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন বলেই মনে করা হচ্ছে। কী কারণে তাঁর মৃত্যু হল তা খতিয়ে দেখবে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ। 

রাত্রি সাড়ে এগারোটা নাগাদ তাঁকে বাথরুমে পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। ডাকা হয় পারিবারিক বন্ধু ও চিকিৎসক অমল ভট্টাচার্যকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কড়েয়া থানা ও কলকাতা পুলিসের হোমিসাইড শাখা।শর্বরী দত্তের ছেলে অমলীন দত্ত জানান, বুধবার রাতে তাঁদের সঙ্গে রাতের খাওয়ার নেওয়ার সময় দেখা হয়। নিজের খাওয়া নিয়ে তিনি রুমে ঢুকেছিলেন। বৃহস্পতিবার সারাদিন তাঁর কোনও খবর না পাওযায় তাঁরা মনে করেছিলেন কোনও কাজে হয়তো বাইরে গিয়েছেন। রাতে দেখেন বাথরুমে পড়ে আছেন তিনি। কানে চোট আছে বলে জানা গিয়েছে। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিস। আজই এনআরএস হাসপাতালে ময়নাতদন্ত করা হবে। 

Find Out More:

Related Articles:

Unable to Load More